রাজ্যের বন দপ্তর সহ বিভিন্ন ক্ষেত্রে ২৩৪৪ টি শূন্যপদ, মন্ত্রী সভায় হলো আলোচনা

2344 vacancies in various fields, including the state forest department, were discussed in the ministerial meeting
WhatsApp Group Join Now

বুধবার মন্ত্রিসভা বৈঠকে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ সম্পর্কে আলোচনা করেছিলেন। বৈঠকে জানিয়েছে যে বনদপ্তর সহ বিভিন্ন ক্ষেত্রে মোট ২৩৪৪ টি শূন্যপদ রয়েছে। সেইগুলি নিয়োগের জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে।

কোন ক্ষেত্রে কত শূন্যপদে নিয়োগ করবে?

সংবাদ রিপোর্টের মাধ্যমে জানা গেছে যে, প্রাণীসম্পদ দপ্তরে ২৭০ টি, বনদপ্তরে ১৬০০ টি, স্বরাষ্ট্র দপ্তরে ১০৫ টি, শিক্ষা দপ্তরে ৩৫ টি শূন্যপদে নিয়োগ করবে।

রাজ্যের কোথায় সাঁওতালি ভাষায় পার্শ্বশিক্ষক নিয়োগ করবে?

সাঁওতাল মিডিয়াম স্কুল গুলোতে ভলান্টিয়ার টিচার অর্থাৎ পার্শ্বশিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ১৪ টি পদ ঝাড়গ্রাম জেলা, ৪৩ টি পদ পশ্চিম মেদিনীপুর জেলা, ৩৫ টি পদ উত্তর দিনাজপুর জেলায় সাঁওতালি ভাষায় পার্শ্বশিক্ষক অর্থাৎ ভলেন্টিয়ার টিচার নিয়োগ করা হবে।

আরো আপডেট: ১৭,৭২৭ শূন্যপদে SSC CGL এ গ্রুপ-বি ও গ্রুপ-সি নিয়োগ, ২৪ জুলাই পর্যন্ত আবেদন চলবে

রাজ্যের বনদপ্তরে কতগুলি ফরেস্ট গার্ড নিয়োগের অনুমোদন দিয়েছে?

মন্ত্রিসভা বৈঠকে রাজ্যের বনদপ্তরে ১৬০০ শূন্যপদে ফরেস্ট গার্ড ও ১৯২ টি শুন্যপদে হেড ফরেস্ট গার্ড নিয়োগের অনুমোদন দিয়েছে।

রাজ্যের বনদপ্তরে ফরেস্ট গার্ডের ক্ষেত্রে কি ধরনের শারীরিক মাপকাঠির প্রয়োজন?

ছেলেদের ক্ষেত্রে ছাতির মাপ ৮৪ সেমি এবং মেয়েদের ক্ষেত্রে  ছাতির মাপ ৭৯ সেমি। উত্তরবঙ্গের রাজবংশী, তফশিল ও গোর্খা জাতীদের উচ্চতা ১৫২.৫ সেমি থেকে কমিয়ে ১৫২ সেমি করা হয়েছে।

আরো আপডেট: DM অফিসে DEO ও অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ! নিয়োগের পদ্ধতি ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

আগে বনদপ্তরের পরীক্ষা পুলিশ বোর্ডের মাধ্যমে নেওয়া হতো। কিন্তু বর্তমান সময়ে পাবলিক সার্ভিস কমিশনের (PSC) মাধ্যমে নেওয়া হবে বলে জানিয়েছে।

রাজ্যে মেডিকেলের ক্ষেত্রে কোন পদে কত নিয়োগ করা হবে?

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগকারী বোর্ডের মাধ্যমে জানা গেছে যে, রাজ্যের মেডিকেল কলেজগুলিতে ৫৫০ টি শুন্যপদে সহকারী অধ্যাপক, ৩০০ শূন্যপদে ফার্মাসিস্ট, ৭০০ শূন্যপদে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করতে হবে।

আরো আপডেট: রাজ্যে শ্রম ও রোজগার দপ্তরে চাকরি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

WhatsApp Group Join Now

এত সংখ্যক শূন্যপদে কবে নিয়োগ করা হবে?

বৈঠক সূত্রের জানা গেছে যে, এত সংখ্যক শূন্যপদের চাকরিপ্রার্থীদেরকে এক মাসের মধ্যে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিতে হবে এবং পুজোর মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।

Previous article৪৪১ শূন্যপদে CMOH এ CHA ও অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ, নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশে চাকরি
Next articleমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? দেখুন সম্পূর্ণ লিস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here