About Us

চাকরির খবর মানেই কাজকর্ম (Kajkarmo.com)। ২০২০ সালের অক্টোবর মাসে আমাদের পথ চলা শুরু। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের সঠিক সময়ে সঠিক চাকরির আপডেট দেওয়ায় আমাদের মূল লক্ষ্য। 

যখন উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হই, তখন চাকরির খবর পাওয়ার জন্য অনলাইনে সার্চ করি। কিন্তু বাংলায় তেমন কোনো ভরসাযোগ্য চাকরির পোর্টালের খোঁজ পায়নি। তারপর একটি চাকরির অনলাইন পোর্টাল খুলে তাতে ডেইলি চাকরির আপডেট দেওয়ার পরিকল্পনার কথা মাথায় আসে। 

যেমন ভাবা যেমন কাজ, শুরু করা হয় কাজকর্ম ডট কম। 

আমাদের উদ্দেশ্য

কাজকর্ম (Kajkarmo.com) পোর্টাল শুরু করার পর থেকে আজ পর্যন্ত আমাদের একটিই উদ্দেশ্য- পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী ছেলে-মেয়েদের সঠিক চাকরির আপডেট দেওয়া। সেইসাথে আমরা ফ্রেশার ছেলে-মেয়েদের আমাদের সাথে কাজ করার সুযোগও করে দিই। 

আমাদের নিউজ সোর্স

সঠিক চাকরির খবরের জন্য আমরা বিভিন্ন সরকারি ওয়েবসাইট ফলো করি, সেইসাথে প্রথম সারির নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়ার উপরে নজর রাখি। নিউজ সংগ্রহ করার পর আমাদের টিম সেটি যাচাই করে তারপর চাকরিপ্রার্থীদের সামনে উপস্থাপন করে।

আমাদের কোম্পানি

কেএমএস ডিজিটাল মিডিয়া এন্টারপ্রাইজ (KMS Digital Media Enterprise)-এর অধীনে কাজকর্ম ডট কম পোর্টালটি পরিচালিত হয়। আমাদের রেজিস্ট্রেশন নম্বর- UDYAM-WB-13-0059288.

যোগাযোগের তথ্য

Email: [email protected]

Mobile No.: 9564799845