BHEL Recruitment: ৪০০টি শূন্যপদে সুপারভাইজার ট্রেইনি নিয়োগ! আবেদন পদ্ধতি, যোগ্যতা, মাসিক বেতন সম্পর্কে জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BHEL Trainee Recruitment 2025: ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL) সম্প্রতি ইঞ্জিনিয়ারিং ট্রেইনি এবং সুপারভাইজার ট্রেইনি পদে ৪০০টি শূন্যপদে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

আগ্রহী চাকরিপ্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারবে। এখানে চাকরি পেলে শুরুতেই প্রতি মাসে ৫০,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য। 

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত বিবরণ যেমন- পদের নাম, মোট শূন্যপদ, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। 

নিয়োগকারী সংস্থাভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL)
পদের নামইঞ্জিনিয়ার ট্রেইনি ও সুপারভাইজার ট্রেইনি
শূন্যপদমোট ৪০০ টি
মাসিক বেতন৫০,০০০/ টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ২৮/০২/২০২৫
অফিশিয়াল পোর্টালbhel.com

পদের নাম এবং শূন্যপদ 

এখানে ইঞ্জিনিয়ারিং ট্রেইনি এবং সুপারভাইজার ট্রেইনি পদে নিয়োগ হচ্ছে। কিন্তু তার মধ্যে বিভিন্ন ডিসিপ্লিন রয়েছে। প্রত্যেকটি ডিসিপ্লিনের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। নিচে সেগুলি বিস্তারিত আলোচনা করা হল-

পদের নামডিসিপ্লিনশূন্যপদ
ইঞ্জিনিয়ার ট্রেইনি (ET)

 

মেকানিক্যাল৭০ টি
ইলেকট্রিক্যাল২৫ টি
সিভিল২৫ টি
ইলেকট্রনিক্স২০ টি
কেমিক্যাল৫ টি
মেটালার্জি৫ টি
সুপারভাইজার ট্রেইনি (ST)মেকানিক্যাল১৪০ টি
ইলেকট্রিক্যাল৫৫ টি
সিভিল৩৫ টি
ইলেকট্রনিক্স২০ টি

শিক্ষাগত যোগ্যতা 

ইঞ্জিনিয়ারিং ট্রেইনি- এই পদে আবেদন করার জন্য ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে পূর্ণ সময়ের জন্য ব্যাচেলার ডিগ্রি বা ৫ বছরের ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ডিসিপ্লিনে কমপক্ষে ৬৫% নাম্বার থাকতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সুপারভাইজার ট্রেইনি- এই পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করতে হবে। এর পাশাপাশি কমপক্ষে ৬৫% নাম্বার থাকতে হবে।

বয়স সীমা

এখানে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ২৭ বছর পর্যন্ত। বয়স হিসাব করতে হবে ০১/০২/২০২৫ তারিখ অনুযায়ী। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে।

  • SC/ST- ৫ বছর
  • OBC- ৩ বছর
  • PwD- ১০ বছর

বেতন কাঠামো

ইঞ্জিনিয়ারিং ট্রেইনি- এই পদে প্রশিক্ষণকালীন ৫০,০০০/- টাকা বেতন দেওয়া হবে এবং প্রশিক্ষণ শেষে বেসিক পে হবে ৬০,০০০/- টাকা। 

সুপারভাইজার ট্রেইনি- এই পদে প্রশিক্ষণকালীন প্রতি মাসে ৩২,০০০/- টাকা বেতন দেওয়া হবে এবং প্রশিক্ষণ শেষে বেসিক পে হবে ৩৩,৫০০/- টাকা।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে একটি শর্টলিস্ট করা হবে। 

ইঞ্জিনিয়ারিং ট্রেইনি পদের ক্ষেত্রে ৭৫% নাম্বার কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং ২৫% নাম্বার ইন্টারভিউ এর জন্য গণ্য হবে। সুপারভাইজার ট্রেইনি পদের ক্ষেত্রে শুধুমাত্র কম্পিউটার ভিত্তিক পরীক্ষার উপর ভিত্তি করে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।  

আবেদন প্রক্রিয়া

আগ্রহী চাকরিপ্রার্থীরা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL) এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • সর্বপ্রথম BHEL এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। 
  • এরপর নির্ধারিত আবেদন ফরমটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • একবার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন। 
  • একবার নির্ধারিত আবেদন ফি জমা দিন।
  • এবার সাবমিট করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। 

আরও আপডেট: জুনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি, এয়ারপোর্ট অথরিটিতে নিয়োগের আবেদন চলছে

আবেদন ফি

  • UR/EWS/OBC প্রার্থীদের জন্যে– ১০৭২/- টাকা
  • SC/ST/PwD/Ex-Servicemen প্রার্থীদের জন্যে- ৪৭২/- টাকা

গুরুত্বপূর্ণ তারিখ 

আবেদন শুরুর তারিখ- ১ ফেব্রুয়ারি, ২০২৫

আবেদনের শেষ তারিখ- ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

পরীক্ষার তারিখ- ১১, ১২ ও ১৩ এপ্রিল, ২০২৫

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন করুন- Apply Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now

Leave a Comment