NRDRM Various Posts Recruitment 2025: ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিক্রিয়েশন মিশন (NRDRM), গ্রামীন উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। এই সংস্থার তরফ থেকে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যের জন্য ৬,৮৮১টি করে মোট ১৩,৭৬২টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এই নিয়োগের অধীনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত বিবরণ যেমন- পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন কাঠামো, বয়স সীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সহ সমস্ত বিষয় জানিয়ে দেব।
নিয়োগকারী সংস্থা | ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিক্রিয়েশন মিশন (NRDRM) |
পদের নাম | বিভিন্ন পদ |
শূন্যপদ | ১৩,৭৬২টি |
মাসিক বেতন | ২২,৭৫০/- থেকে ৩৬,৭০৭/- টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৪/০২/২০২৫ |
অফিশিয়াল পোর্টাল | www.nrdrmvacancy.com |
পদের নাম এবং শূন্যপদের বিবরণ
এখানে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্য ৬৮৮১টি করে মোট ১৩,৭৮২টি শূন্যপদ রয়েছে। দুটি রাজ্যের জন্য আলাদা আলাদা পদ রয়েছে এবং প্রত্যেকটি পদে ভিন্ন ভিন্ন শূন্যপদ রয়েছে। নিচে সেগুলি বিস্তারিত আলোচনা করা হল।
পদের নাম | অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্য শূন্যপদ | তেলেঙ্গানা রাজ্যের জন্য শূন্যপদ |
জেলাপ্রকল্প অফিসার | ৯৩ টি | ৯৩ টি |
অ্যাকাউন্ট অফিসার | ১৪০ টি | ১৪০ টি |
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট | ১৯৮ টি | ১৯৮ টি |
ডেটা ম্যানেজার | ৩৮৩ টি | ৩৮৩ টি |
এমআইএস ম্যানেজার | ৬২৬ টি | ৬২৬ টি |
এমআইএস অ্যাসিস্ট্যান্ট | ৯৩০ টি | ৯৩০ টি |
মাল্টি টাস্কিং অফিসিয়াল | ৮৬২ টি | ৮৬২ টি |
কম্পিউটার অপারেটর | ১২৯০ টি | ১২৯০ টি |
ফিল্ড কো-অর্ডিনেটর | ১২৫৬ টি | ১২৫৬ টি |
ফ্যাসিলিটেটর | ১১০৩ টি | ১১০৩ টি |
শিক্ষাগত যোগ্যতা
এখানে প্রত্যেকটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষগত যোগ্যতা চাওয়া হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-
জেলাপ্রকল্প অফিসার- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এবং কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা অর্জন করতে হবে। অথবা, গ্রাজুয়েট ডিগ্রি সহ ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
অ্যাকাউন্ট অফিসার- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি সহ ২ বছরের অভিজ্ঞতা অর্জন করতে হবে। পাশাপাশি বি.কম এবং ট্যালিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- এই পদে আবেদন করার জন্য ডিপ্লোমা বা গ্রাজুয়েট ডিগ্রি সহ কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা অর্জন করতে হবে।
ডেটা ম্যানেজার- এই পদে আবেদন করার জন্য গ্রাজুয়েট ডিগ্রি এবং কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা অর্জন করতে হবে।
MIS ম্যানেজার- এই পদে আবেদন করার জন্য গ্রাজুয়েট ডিগ্রী সহ MIS কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
MIS অ্যাসিস্ট্যান্ট- এই পদে আবেদন করার জন্য কম্পিউটার টাইপিং এবং ডাটা এন্ট্রি দক্ষতা থাকতে হবে।
মাল্টি টাস্কিং অফিসিয়াল- এই পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে।
কম্পিউটার অপারেটর- এই পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সহ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রী অর্জন করতে হবে।
ফিল্ড কো-অর্ডিনেটর- এই পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে।
ফ্যাসিলিটেটর- এই পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সহ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স সীমা
এই পদগুলিতে আবেদন করার জন্য বয়স সীমা চাওয়া হয়েছে ১৮ থেকে ৪৩ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।
বেতন কাঠামো
নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২২,৭৫০/- টাকা থেকে ৩৬,৭০৭/- টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে। তবে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। সেগুলি নীচে আলোচনা করা হল-
পদের নাম | মাসিক বেতন |
জেলাপ্রকল্প অফিসার | ₹৩৬,৭৬০ |
অ্যাকাউন্ট অফিসার | ₹২৭,৪৫০ |
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট | ₹৩০,৭৫০ |
ডেটা ম্যানেজার | ₹২৮,৩৫০ |
এমআইএস ম্যানেজার | ₹২৫,৬৫০ |
এমআইএস অ্যাসিস্ট্যান্ট | ₹২৪,৬৫০ |
মাল্টি টাস্কিং অফিসিয়াল | ₹২৩,৪৫০ |
কম্পিউটার অপারেটর | ₹২৩,২৫০ |
ফিল্ড কো-অর্ডিনেটর | ₹২৩,২৫০ |
ফ্যাসিলিটেটর | ₹২২,৭৫০ |
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। সেগুলি হল-
- লিখিত পরীক্ষা- লিখিত পরীক্ষায় সাধারণ ইংরেজি, জেনারেল নলেজ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড এবং কম্পিউটার জ্ঞানের উপর প্রশ্ন থাকবে।
- কম্পিউটার দক্ষতার পরীক্ষা- এখানে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে।
- সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহে চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- সর্বপ্রথম আমাদের প্রতিবেদনের নিচ থেকে NRDRM-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
- এরপর আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।
আরও আপডেটঃ ৪০০টি শূন্যপদে সুপারভাইজার ট্রেইনি নিয়োগ! আবেদন পদ্ধতি, যোগ্যতা, মাসিক বেতন সম্পর্কে জানুন
আবেদন ফি
- জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য- ৩৯৯/- টাকা
- এসসি এসটি এবং বিপিএল প্রার্থীদের জন্য- ২৯৯/- টাকা
গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- ৩ ফেব্রুয়ারি, ২০২৫
আবেদন শুরুর তারিখ- ৫ ফেব্রুয়ারি, ২০২৫
আবেদনের শেষ তারিখ- ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
গুরুত্বপূর্ণ লিংক
আবেদন করুন- Apply Now
অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
অফিসিয়াল বিজ্ঞপ্তি ১- Download Now
অফিসিয়াল বিজ্ঞপ্তি ২- Download Now