রাজ্যের হোমগার্ডদের ভাতা বাড়লো, কত ছিল কত হলো দেখুন

Allowance of home guards of the state has increased, see how much it was
WhatsApp Group Join Now

লোকসভা ভোট শেষ হওয়ার পর পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকেই অতিরিক্ত ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন। মঙ্গলবার নবান্ন বৈঠকে সরকারের কর্মচারীদের জন্য এক মাসের অতিরিক্ত ভাতা বৃদ্ধি করার কথা বলেছেন।

বৈঠকে কাদের জন্য ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন?

নবান্ন সূত্রে জানা গেছে যে কলকাতা রাজ্য পুলিশে কাজ করছে এমন হোমগার্ডের অবসরকালীন ভাতা বৃদ্ধি করতে হবে।

আরো আপডেট: CBI এর মাধ্যমে অ্যাপ্রেন্টিস নিয়োগ, মোট শূন্যপদ ৩০০০ টি

বর্তমানে হোমগার্ডরা অবসরকালীন সময়ে কত টাকা করে ভাতা পাবেন?

হোমগার্ডরা প্রথমেই অবসরকালীন ভাতা পেতো ৫০ হাজার টাকা। এত দিন তারা অবসরকালীন সময়ে ভাতা পেতো লক্ষ টাকা করে। কিন্তু বর্তমান সময় থেকে হোমগার্ডরা ভাতা পাবেন লক্ষ টাকা করে।

বর্তমানে রাজ্যে কতগুলি হোমগার্ড রয়েছে?

বর্তমানে  কলকাতা পুলিশ রাজ্য পুলিশে কাজ করছে এমন হোমগার্ড রয়েছে ১৮ হাজারেরও বেশি।

অবসর সময়ের ভাতা নিয়ে চিন্তিত থাকলেও অবসরকালীনদের ভাতা বৃদ্ধির কথা ঘোষনা করার পর তাদের আর দুশ্চিন্তা থাকলো না।

আরো আপডেট: SBI এর মাধ্যমে TFO পদে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

Previous articleভারতীয় বায়ু সেনায় অগ্নিবীরবায়ু পদে নিয়োগ, ৩০ হাজার টাকা মাসিক বেতন
Next article১৪ বছর নিয়োগ হয়নি! রাজ্যকে এই ৩০০০ শূন্যপদে নিয়োগের নির্দেশ দিল আদালত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here