পশ্চিমবঙ্গের প্রকল্পে প্রশিক্ষণ নিয়ে গোয়ায় চাকরি, নিজের পায়ে দাড়ালো ৩৭ জন

37 people got job in Goa after training in West Bengal project
WhatsApp Group Join Now

পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটা ছাত্র-ছাত্রীর কথা মাথায় রেখে রাজ্য সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে নতুন যে প্রকল্প চালু করেছে তার নাম হলো উৎকর্ষ বাংলা। এই প্রকল্পের মাধ্যমে ৪০০ থেকে ১২০০ ঘন্টা বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পের প্রশিক্ষণের মাধ্যমে 37 জন ছাত্র-ছাত্রী গোয়ায় চাকরির সুযোগ পেয়েছে।

পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে WBSDM এর অধীনে ২০১৬ সালে ১৬ই ফেব্রুয়ারি ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পটি চালু হয়। কারিগরীর দক্ষতার উপর প্রশিক্ষণের মাধ্যমে ইচ্ছুক ব্যক্তিরা যাতে নিজ নিজ কাজে পারদর্শী হয়ে ওঠে সেই জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।

আরো আপডেট: হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশনে নিয়োগ, মোট শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

এই প্রকল্পের সাহায্যে প্রশিক্ষণের মাধ্যমে ‘হোটেল ম্যানেজমেন্ট কোর্স’ করে ৩৭ জন গোয়ায় চাকরি পেলেন। এই ৩৭ জন চাকরিপ্রার্থী হলেন বাঁকুড়া জেলা জয়পুর ব্লক অঞ্চলের বাসিন্দা।

সমস্ত কাজ শেষ করে বাঁকুড়া জেলার জয়পুরে ৩৭ জন চাকরিপ্রার্থী গোয়া সংস্থায় যোগদান করা বাকি শুধুমাত্র সময়ের উপর। কমিউনিটি হলে একটি আনুষ্ঠানিক আয়োজন এর মাধ্যমে 37 জন ছাত্রছাত্রীদের হাতে প্রশিক্ষণের সার্টিফিকেট ও চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে।

উৎকর্ষ বাংলা সাহায্যে গোয়ায় চাকরি পাওয়ায় ছাত্র-ছাত্রীসহ তাদের পরিবারের সকলেই খুশি। একজন চাকরিপ্রার্থী আনন্দিত হয়ে আনুষ্ঠানিক মঞ্চে বলে ওঠে যে উচ্চ মাধ্যমিকের আগে থেকে আমি এই প্রকল্প সম্পর্কে জানতাম। সেদিকে লক্ষ্য রেখে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে আজকে সে কর্মমুখী হয়েছে।

আরো আপডেট: AIESL এ এক্সিকিউটিভ ও অফিসার নিয়োগ, ২৯ জুন পর্যন্ত আবেদন চলবে

অন্য আরেকজন চাকরিপ্রার্থী বলেন যে কোন কাজই ছোট নয়। সবার পক্ষে শিক্ষকতা যোগ্যতার ভিত্তিতে মাস্টার,ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে রাজ্য সরকারের এই প্রকল্পের প্রশিক্ষণের ভিত্তিতে তারা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে। জয়পুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবজ্যোতি পাত্র বলেন, ‘ওঁদের আজ থেকে নতুন জীবন শুরু হল। নতুন জায়গায় চাকরি করতে যাওয়ার জন্য পরিবারের লোকেদের একটু দুঃশ্চিন্তা থাকতে পারে। তবে, ওঁদের সাবলম্বী হওয়ার সময় এটা। নিজেদের পায়ে দাঁড়াতে পারলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে এভাবেই।’

আরো আপডেট: গ্রাম পঞ্চায়েত সহায়ক নিয়োগ ২০২৪! পরীক্ষার সিলেবাস, শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন সম্পর্কে বিস্তারিত জানুন

Previous articleহিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশনে নিয়োগ, মোট শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
Next article৯৯৯৫ শূন্যপদে IBPS এ অফিস অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে নিয়োগ, ২৭ জুন অবধি আবেদন চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here