AIESL এ এক্সিকিউটিভ ও অফিসার নিয়োগ, ২৯ জুন পর্যন্ত আবেদন চলবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

AIESL অর্থাৎ এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের জন্য এক্সিকিউটিভ ও অফিসার পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

AIESL এ এক্সিকিউটিভ ও অফিসার পদের ক্ষেত্রে মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, কিভাবে আবেদন করতে হবে এই পুরো বিষয় সম্পর্কে নিম্নে প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করা হলো।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং: AIESL/HR-HQ/2024/4563

নোটিশ প্রকাশের তারিখ: 06/06/2024

যে পদে নিয়োগ করা হবে

AIESL এ সিনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ ও অফিসার পদে নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মোট শূন্যপদ

AIESL এ সিনিয়র এক্সিকিউটিভ পদে ৪ শূন্যপদ, এক্সিকিউটিভ পদে ১১ টি শূন্যপদ, অফিসার পদে ২৫ টি শ শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে মোট ৪০ টি শূন্যপদ রয়েছে।

আরো আপডেট: ১৫২৬ শূন্যপদে ASI ও হেড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি, ৮ জুলাই অবধি আবেদন চলবে

শিক্ষাগত যোগ্যতা

AIESL এ বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন-

  • সিনিয়র এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা MBA, PGDM ডিগ্রী থাকতে হবে।
  • এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা MBA, PGDM/ B. Tech ডিগ্রী থাকতে হবে।
  • অফিসার পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা B. Tech, স্নাতক ডিগ্রী থাকতে হবে।

বয়সসীমা

  • AIESL এ 01/06/2024 তারিখ অনুযায়ী এক্সিকিউটিভ এর ক্ষেত্রে বয়স ৫৫ বছর এবং অফিসারের ক্ষেত্রে বয়স ৪৫ বছর হতে হবে।
  • ST/SC/OBC প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

মাসিক বেতন

AIESL এ বিভিন্ন পদের জন্য বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা মাসিক বেতন রয়েছে। যেমন-

  • সিনিয়র এক্সিকিউটিভ পদের মাসিক বেতন রয়েছে ১,২৪,৬৭০ টাকা।
  • এক্সিকিউটিভ পদের মাসিক বেতন রয়েছে ৮৯,৭৩৫ টাকা।
  • অফিসার পদের মাসিক বেতন রয়েছে ৪৭,৬২৫ টাকা।

আরো আপডেট: BECIL এ MTS ও DEO সহ বিভিন্ন পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি, মোট শূন্যপদ রয়েছে ৩৯১ টি

নিয়োগের পদ্ধতি

AIESL এ এক্সিকিউটিভ ও অফিসার পদে প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

  • AIESL এ এক্সিকিউটিভ ও অফিসার পদের জন্য যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
  • অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীর নিজের সমস্ত ডকুমেন্টস স্ক্যান করার মাধ্যমে আপলোড করতে হবে।
  • ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া লিংকে ক্লিক করে ফর্মটি ফিলাপ করতে পারবেন।

আবেদন মূল্য

AIESL এ এক্সিকিউটিভ ও অফিসার পদের SC/ST ও এক্স সার্ভিস ম্যান ক্যান্ডিডেটদের কোনরকম আবেদন মূল্য লাগবে না কিন্তু বাকিদের ক্ষেত্রে ১৫০০ টাকা করে আবেদন মূল্য লাগবে।

আরো আপডেট: ৩,০০০ শূন্যপদে রেলে টিকিট কালেক্টর নিয়োগের আপডেট! মাসিক বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জেনে নিন

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদনের শুরুর তারিখ: 06/06/2024
  • আবেদনের শেষ তারিখ: 29/06/2024

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Comment