রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড় খুশির খবর। BSF (Border Security Force) এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্য প্রার্থীদের জন্য মোট ১৫২৬ টি শূন্যপদে ASI অর্থাৎ সহকারী সাব ইন্সপেক্টর (Assistant Sub Inspector) ও হেড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের ২৩ টি জেলার সকল ছেলে-মেয়েরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ASI অর্থাৎ সহকারী সাব ইন্সপেক্টর (Assistant Sub Inspector) ও হেড কনস্টেবলের জন্য মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হবে, আবেদনের শেষ তারিখ কবে এই পুরো বিষয়টি নিয়ে আর্টিকেলের মাধ্যমে উল্লেখ করা হলো।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ করা হবে
ASI অর্থাৎ সহকারী সাব ইন্সপেক্টর (Assistant Sub Inspector) ও হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
ASI অর্থাৎ সহকারী সাব ইন্সপেক্টর (Assistant Sub Inspector) ও হেড কনস্টেবল পদের জন্য মোট ১৫২৬ টি শূন্যপদ রয়েছে।
আরো আপডেট: BSF এ গ্রুপ-বি ও গ্রুপ-সি নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশে চাকরির সুযোগ
শিক্ষাগত যোগ্যতা
ASI অর্থাৎ সহকারী সাব ইন্সপেক্টর (Assistant Sub Inspector) ও হেড কনস্টেবল পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা
- BSF এর ক্ষেত্রে ASI অর্থাৎ সহকারী সাব ইন্সপেক্টর (Assistant Sub Inspector) ও হেড কনস্টেবল পদের জন্য বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
- সরকারের নিয়ম অনুসারে SC/ST/OBC রা বয়সের ছাড় পাবেন।
আরো আপডেট: IGCAR এ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ৩০ জুন পর্যন্ত আবেদন চলবে
নিয়োগের পদ্ধতি
এখানে লিখিত পরীক্ষা, ফিজিক্যাল পরীক্ষা, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন এর মাধ্যমে চাকরি প্রার্থীদেরকে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
- ASI অর্থাৎ সহকারী সাব ইন্সপেক্টর (Assistant Sub Inspector) ও হেড কনস্টেবল পদের জন্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
- https://rectt.bsf.gov.in/ এই লিংকে ক্লিক করে যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আরো আপডেট: ৩,০০০ শূন্যপদে রেলে টিকিট কালেক্টর নিয়োগের আপডেট! মাসিক বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জেনে নিন
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদনের শুরুর তারিখ: 09/06/2024
- আবেদনের শেষ তারিখ: 08/07/2024
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here