BSF এ গ্রুপ-বি ও গ্রুপ-সি নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশে চাকরির সুযোগ

BSF Group-B & Group-C Recruitment Notification 2024
WhatsApp Group Join Now

ভারত সরকারের মিনিস্টারি অফ হোম অ্যাফেয়ার্স এর মাধ্যমে BSF (Border Security Force) এর তরফ থেকে উচ্চ মাধ্যমিক পাশ চাকরি প্রার্থীদের জন্য ১৬২ টি শূন্যপদে BSF ওয়াটার উইং (গ্রুপ-বি ও গ্রুপ-সি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি হয়েছে। তাই শীঘ্রই অনলাইনের মাধ্যমে আবেদন করুন।

BSF ওয়াটার উইং (গ্রুপ-বি ও গ্রুপ-সি) পদের ক্ষেত্রে কি ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, মাসিক বেতন কত পাবে, কিভাবে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এই সমস্ত বিষয়গুলি নিম্নে প্রতিবেদন আকারে আপনাদের সামনে তুলে ধরা হলো।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ প্রকাশের তারিখ: 28/05/2024

যে পদে নিয়োগ করা হবে

BSF ওয়াটার উইং (গ্রুপ-বি ও গ্রুপ-সি) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ

BSF ওয়াটার উইং (গ্রুপ-বি ও গ্রুপ-সি) পদের জন্য মোট 162 টি শূন্যপদ রয়েছে।

আরো আপডেট: NCB তে সেকশন অফিসার নিয়োগ, ২৭ জুন অবধি আবেদন চলবে

শিক্ষাগত যোগ্যতা

BSF ওয়াটার উইং (গ্রুপ-বি ও গ্রুপ-সি) পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ করা সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা

  • BSF এর গ্রুপ-বি ও গ্রুপ-সি পদের জন্য বয়স ২২ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
  •  সরকারের নিয়ম অনুযায়ী SC/ST/OBC বয়সের ছাড় পাবেন।

আরো আপডেট: জেলা আদালতে গ্রুপ-ডি সহ বিভিন্ন পদে নিয়োগ, অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে চাকরি

নিয়োগের পদ্ধতি

এখানে লিখিত পরীক্ষা, ফিজিক্যাল পরীক্ষা, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now

আবেদন পদ্ধতি

  • এখানে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
  • যদি কোন ইচ্ছুক চাকরি প্রার্থী এখানে আবেদন করতে চায় তাহলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আরো আপডেট: ১০১০ শূন্যপদে ভারতীয় রেলে ICF তে নিয়োগের বিজ্ঞপ্তি, ন্যূনতম মাধ্যমিক পাশে আবেদন যোগ্য

আবেদন মূল্য

SC/ST রা ছাড়া অন্যান্য প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন মূল্য।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদনের শুরুর তারিখ: 01/06/2024
  • আবেদনের শেষ তারিখ: 30/06/2024

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Previous articleIGCAR এ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ৩০ জুন পর্যন্ত আবেদন চলবে
Next article১৫২৬ শূন্যপদে ASI ও হেড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি, ৮ জুলাই অবধি আবেদন চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here