ভারত সরকারের দ্বারা স্বীকৃত পারমাণবিক শক্তি বিভাগে IGCAR অর্থাৎ ইন্দিরা গান্ধি সেন্টার ফর অ্যাটমিক রিচার্জ এর তরফ থেকে বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই আর দেরি না করে যোগ্য প্রার্থীরা অনলাইন বা অফলাইন এর মাধ্যমে আবেদন করুন।
IGCAR এর বিভিন্ন পদের জন্য মোট শূন্যপদ কত, কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে নিম্নে আর্টিকেলের মাধ্যমে উপস্থাপন করা হলো।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং: IGCAR/01/2024
যে পদে নিয়োগ করা হবে
IGCAR অর্থাৎ ইন্দিরা গান্ধি সেন্টার ফর অ্যাটমিক রিচার্জে নার্স ও সাইন্টিফিক অফিসার পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
IGCAR এ নার্স ও সাইন্টিফিক অফিসার পদের জন্য মোট শূন্যপদ রয়েছে ৯১ টি।
আরো আপডেট: NCB তে সেকশন অফিসার নিয়োগ, ২৭ জুন অবধি আবেদন চলবে
শিক্ষাগত যোগ্যতা
নার্স ও সাইন্টিফিক অফিসার পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ, মাস্টার ডিগ্রী, MBBS, ডিপ্লোমা করা সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা
- IGCAR এর বিভিন্ন পদের জন্য বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
- তপশিল জাতিরা সরকারের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
আবেদন মূল্য
SC/ST রা বাদে অন্যান্য প্রার্থীদেরকে ১০০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে আবেদন মূল্য দিতে হবে।
আরো আপডেট: জেলা আদালতে গ্রুপ-ডি সহ বিভিন্ন পদে নিয়োগ, অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে চাকরি
নিয়োগের পদ্ধতি
এখানে স্ক্যানিং টেস্ট, প্রিলিমিনারি টেস্ট, অ্যাডভান্টেজ টেস্ট, স্কিল টেস্ট ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের কে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
- আবেদন যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে বা অফলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবে।
- অনলাইনের মাধ্যমে আবেদন করতে চাইলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করতে পারবে।
- আর যদি অফলাইনে আবেদন করতে চায় তাহলে প্রার্থীদের কে নিচে দেওয়া ফর্মটি ফিলাপ করে নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Assistant Personnel Officer, Recruitment Section, 3rd Floor, Homi Bhabha Building, Indira Gandhi Centre for Atomic Research, Kalpakkam, Chengalpattu District, Tamil Nadu-603102
আরো আপডেট: ১০১০ শূন্যপদে ভারতীয় রেলে ICF তে নিয়োগের বিজ্ঞপ্তি, ন্যূনতম মাধ্যমিক পাশে আবেদন যোগ্য
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদনের শুরুর তারিখ: 01/06/2024
- আবেদনের শেষ তারিখ: 30/06/2024
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here