১০১০ শূন্যপদে ভারতীয় রেলে ICF তে নিয়োগের বিজ্ঞপ্তি, ন্যূনতম মাধ্যমিক পাশে আবেদন যোগ্য

1010 vacancies Indian Railways ICF Recruitment 2024
WhatsApp Group Join Now

যারা ভারতীয় রেলওয়ে জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বিরাট বড় খুশির খবর। ভারতীয় রেলওয়ে ICF (Integral Coach Factory) এর তরফ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ যোগ্য প্রার্থীদের জন্য বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সকল যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ভারতীয় রেলওয়ে ICF এর বিভিন্ন পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এই সমস্ত বিষয় সমূহ নিম্নে প্রতিবেদন আকারে উপস্থাপন করা হলো।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং: PB/RR/39/App

নোটিশ প্রকাশের তারিখ: 22/05/2024

যে পদে নিয়োগ করা হবে

ICF তে কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনেস্ট, প্রিন্টার, ওয়েল্ডার পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ

ICF এর বিভিন্ন পদের জন্য মোট শূন্যপদ ১০১০ টি।

আরো আপডেট: BCA কোর্স কী? এই কোর্স করে কী কী চাকরি পাওয়া যায়?

শিক্ষাগত যোগ্যতা

  • সরকারি স্বীকৃত যে কোন বোর্ড থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ সার্টিফিকেট থাকতে হবে।
  • উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সায়েন্স বিভাগের হতে হবে।
  • দু বছরের ট্রেডস বিষয়ক আইটিআই করা সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা

  • ICF এর বিভিন্ন পদের ক্ষেত্রে ২১/০৬/২০২৪ তারিখ অনুযায়ী ১৫ থেকে ২৪ বছরের মধ্যে বয়স হতে হবে।
  • সরকারি নিয়ম অনুযায়ী SC/ST/OBC রা বয়সের ছাড় পাবে।

মাসিক বেতন

এখানে বিভিন্ন পদের জন্য মাসিক বেতন পাবে না। কিন্তু বিভিন্ন পদের জন্য প্রতি মাসে ৬০০০ থেকে ৭০০০ টাকার করে স্টাইপেন্ড পাবে।

আরো আপডেট: UPSC CDS ডিফেন্স অফিসার কিভাবে হওয়া যায়? শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন

WhatsApp Group Join Now

নিয়োগ পদ্ধতি

ICF তে লিখিত পরীক্ষা, ডকুমেন্টস ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

  • এখানে বিভিন্ন পদে আবেদন করার জন্য যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
  • প্রথমে icf.gov.in এই লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন করতে হবে।
  • তারপর নিজের সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে।
  • এরপর অনলাইনে এপ্লিকেশন ফি জমা করতে হবে।
  • সর্বশেষে, সাবমিট করে ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে।

আবেদন মূল্য

  • এখানে সাধারণ প্রার্থীদের জন্য ১০০ টাকা এবং OBC/EWS দের জন্য ১০০ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে কিন্তু SC/ST দের ক্ষেত্রে কোন রকম আবেদন মূল্য লাগবে না।
  • এখানে অনলাইন অর্থাৎ নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড মাধ্যমে আবেদন মূল্য জমা করতে হবে।

আরো আপডেট: SSA স্কুলে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ২২ জুন পর্যন্ত আবেদন চলবে

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদনের শুরু তারিখ: 22/05/2024
  • আবেদনের শেষ তারিখ: 21/06/2024
  • পরীক্ষার ফি জমা করার শেষ তারিখ: 21/06/2024
  • ভুল সংশোধনের তারিখ: 21/06/2024

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here