চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড়ো খুশির খবর। সৈনিক স্কুল আমেথি (Sainik School Amethi- SSA) তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সকল ছেলে-মেয়েরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সৈনিক স্কুল আমেথিতে কিভাবে আবেদন করতে হবে, মাসিক বেতন কত, বয়সসীমা, যোগ্যতা কেমন লাগবে সেই সমস্ত বিষয় সম্পর্কে নিম্নে প্রতিবেদনের মাধ্যমে উপস্থাপন করা হলো।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ করা হবে
সৈনিক স্কু্লে TGT (Maths), TGT (Social Science), TGT (General Science), TGT (Hindi), Art Master, Lab Assistant (Science Lab), Librarian, Counsellor, Medical Officer পদে নিয়োগ করা হবে।
আরো আপডেট: মাধ্যমিক পাশে প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ
যোগ্যতা
- সৈনিক স্কু্লে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে।
- সৈনিক স্কু্লে আবেদন করার জন্য সর্বনিম্ন B.ED সহ স্নাতক পাশ ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা
সৈনিক স্কু্লে প্রতিটি পদের ক্ষেত্রে 22/06/2024 তারিখ অনুযায়ী ২১ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে হবে।
মাসিক বেতন
সৈনিক স্কু্লে প্রতিটি পদের ক্ষেত্রে মাসিক বেতন ৩৫,০০০ টাকা।
আরো আপডেট: ৫,২৫০ শূন্যপদে BPNL এ নিয়োগের বিজ্ঞপ্তি, নূন্যতম মাধ্যমিক পাশে চাকরির সুযোগ
আবেদন পদ্ধতি
- সৈনিক স্কু্লে প্রতিটি পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদেরকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
- নিচে দেওয়া ফর্মটি প্রিন্ট আউট করার পর নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
- [email protected] এই ইমেল আইডির মাধ্যমে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ: 22/06/2024
আরো আপডেট: ১২০২ শূন্যপদে সাউথ ইস্টার্ন রেলওয়ে নিয়োগ! শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here