যারা ভলেন্টিয়ারের কাজ করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট বড়ো খুশির খবর। রাজ্যে দক্ষিন দিনাজপুর জেলার সমস্ত ব্লকে নতুন করে পার্শ্ব আইন সহায়িকা অর্থাৎ প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার (PLV) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সকল যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পার্শ্ব আইন সহায়িকা (Para Legal Volunteer- PLV) পদের ক্ষেত্রে মোট শূন্যপদ, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি সম্পর্কে নিম্নে প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করা হলো।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ করা হবে
জেলার সমস্ত ব্লকে পার্শ্ব আইন সহায়িকা অর্থাৎ প্যারা লিগ্যাল ভলান্টিয়ার (PLV) পদে নিয়োগ করা হবে।
শূন্যপদ
পার্শ্ব আইন সহায়িকার (Para Legal Volunteer- PLV) পদের ক্ষেত্রে মোট ০২ টি শূন্যপদ রয়েছে।
আরো আপডেট: ৫,২৫০ শূন্যপদে BPNL এ নিয়োগের বিজ্ঞপ্তি, নূন্যতম মাধ্যমিক পাশে চাকরির সুযোগ
যোগ্যতা
- পার্শ্ব আইন সহায়িকার (Para Legal Volunteer- PLV) ক্ষেত্রে যোগ্যতা মাধ্যমিক পাশ ডিগ্রি থাকতে হবে।
- আবেদনকারীকে রাজ্যে দক্ষিন দিনাজপুর জেলার স্থায়ীবাসিন্দা হতে হবে।
- শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন যোগ্য।
বয়সসীমা
পার্শ্ব আইন সহায়িকার (Para Legal Volunteer- PLV) পদের ক্ষেত্রে নূন্যতম বয়স ১৮ বছর এবং বয়সের উর্ধ্বসীমা নোটিশে উল্লেখ নেই।
বেতন
পার্শ্ব আইন সহায়িকাদেরকে (PLV) প্রতিদিন ৫০০ টাকা করে দেওয়া হবে।
আরো আপডেট: ১২০২ শূন্যপদে সাউথ ইস্টার্ন রেলওয়ে নিয়োগ! শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
নিয়োগ পদ্ধতি
পার্শ্ব আইন সহায়িকা অর্থাৎ প্যারা লিগ্যাল ভলান্টিয়ার (PLV) পদে ইন্টাভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
প্রার্থীদেরকে ইন্টারভিউয়ের দিন নিজের বায়োডাটা, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আধার কার্ড অথবা ভোটের কার্ড, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, এক কপি রঙ্গিন ছবি নিয়ে উপস্থিত থাকতে হবে।
ইন্টারভিউ স্থান:
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস,
জেলা আদালত চত্বর, বালুরঘাট, দক্ষিন দিনাজপুর
আরো আপডেট: রাজ্যে ১৩,২২৫ অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ! যোগ্যতা, বয়স কী লাগবে দেখুন
ইন্টারভিউয়ের সময়: সকাল ১১ টা
ইন্টারভিউয়ের তারিখ: 04/06/2024
✅ অফিসিয়াল নোটিশ: Download