৫,২৫০ শূন্যপদে BPNL এ নিয়োগের বিজ্ঞপ্তি, নূন্যতম মাধ্যমিক পাশে চাকরির সুযোগ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতীয় পশুপালন নিগাম লিমিটেড (Bhartiya Pashupalan Nigam Limited- BPNL) পক্ষ থেকে ৫,২৫০ টি শূন্যপদে ফার্মিং ইনস্পিরেশন, ফার্মিং ডেভেলপমেন্ট অফিসার পদে বিজ্ঞপ্তি জারি হয়েছে। BPNL এর মাধ্যমে সারা ভারতে পশুপালন ক্ষেত্র গড়ে তোলার পরিকল্পনা।

ভারতীয় পশুপালন কেন্দ্রে বিভিন্ন পদের ক্ষেত্রে মোট শূন্যপদ, বয়সসীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি প্রভূতি বিষয় সম্পর্কে নিচে আর্টিকেলের মাধ্যমে উপস্থাপন করা হলো।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং: – 01/BPNL/2024-25

যে পদে নিয়োগ করা হবে

ভারতীয় পশুপালন কেন্দ্রে ফার্মিং ম্যানেজার অফিসার, ফার্মিং ডেভেলপমেন্ট অফিসার, ফার্মিং ইনস্পিরেশন পদে নিয়োগ করা হবে। 

শূন্যপদ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতীয় পশুপালন কেন্দ্রে আলাদা  শূন্যপদ রয়েছে যেমন- ফার্মিং ম্যানেজার অফিসার-250 টি, ফার্মিং ডেভেলপমেন্ট অফিসার-1250 টি, ফার্মিং ইনস্পিরেশন-3750 টি।

 সব মিলিয়ে মোট 5,250 টি শূন্যপদ রয়েছে।

আরো আপডেট: ১২০২ শূন্যপদে সাউথ ইস্টার্ন রেলওয়ে নিয়োগ! শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

শিক্ষাগত যোগ্যতা

BPNL এর প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা যোগ্যতার প্রয়োজন, যেমন-

  • ফার্মিং ইনস্পিরেশনের ক্ষেত্রে যোগ্যতা মাধ্যমিক পাশ ডিগ্রি থাকতে হবে।
  • ফার্মিং ডেভেলপমেন্ট অফিসারের ক্ষেত্রে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ ডিগ্রি থাকতে হবে।
  • ফার্মিং ম্যানেজার অফিসারের ক্ষেত্রে যোগ্যতা স্নাতক পাশ ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা

BPNL এর প্রতিটি পদের ক্ষেত্রে ভিন্ন বয়সের প্রয়োজন, যেমন-

  • ফার্মিং ইনস্পিরেশনের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হবে।
  • ফার্মিং ডেভেলপমেন্ট অফিসারের ক্ষেত্রে বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হবে।
  • ফার্মিং ম্যানেজার অফিসারের ক্ষেত্রে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হবে।

মাসিক বেতন

BPNL এর প্রতিটি পদের জন্য আলাদা আলাদা মাসিক বেতন রয়েছে, যেমন-

  • ফার্মিং ইনস্পিরেশনের ক্ষেত্রে মাসিক বেতন ২২,০০০ টাকা।
  • ফার্মিং ডেভেলপমেন্ট অফিসারের মাসিক বেতন ২৮,০০০ টাকা।
  • ফার্মিং ম্যানেজার অফিসারের মাসিক বেতন ৩১,০০০ টাকা।

আরো আপডেট: রাজ্যে ১৩,২২৫ অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ! যোগ্যতা, বয়স কী লাগবে দেখুন

নিয়োগ পদ্ধতি

BPNL এর বিভিন্ন পদে ক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা  ও ইন্টাভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

  • BPNL এর বিভিন্ন পদে জন্য চাকরিপ্রার্থীদেরকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
  • https://pay.bharatiyapashupalan.com/onlinerequirment এই লিংকে ক্লিক করে নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করুন।

আবেদন মূল্য

BPNL এর প্রতিটি পদের জন্য আলাদা আলাদা আবেদন মূল্য রয়েছে, যেমন-

  • ফার্মিং ইনস্পিরেশনের জন্য আবেদন মূল্য ৭০৮ টাকা।
  • ফার্মিং ডেভেলপমেন্ট অফিসারের জন্য আবেদন মূল্য ৮২৬ টাকা।
  • ফার্মিং ম্যানেজার অফিসারের জন্য আবেদন মূল্য ৯৪৪ টাকা।

আরো আপডেট: জাতীয় সড়ক দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, ম্যানেজার পদে করা হবে নিয়োগ

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শুরুর তারিখ: 23/05/2024

আবেদনের শেষ তারিখ: 02/06/2024

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Comment