ভারতীয় শ্রম দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

Indian Labor Department New Recruitment Notification 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। ভারতের এমপ্লয়ি ট্রেট ইন্সুরেন্স কর্পোরেশন, মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেনট (Employees’ Trait Insurance Corporation, Ministry of Labor and Employment of India) অর্থাৎ ভারতীয় শ্রম দপ্তরের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ভারতের সকল আবেদন যোগ্য ছেলে-মেয়েরা আবেদন করতে পারবে।

ভারতীয় শ্রম দপ্তরে চাকরিপ্রার্থীরা কিভাবে আবেদন করবে, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি সম্পর্কে নিম্নে প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করা হলো।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং: 02 /2024

নোটিশ প্রকাশের তারিখ: 21/05/2024

যে পদে নিয়োগ করা হবে

ভারতীয় শ্রম দপ্তরে অধ্যাপক (Professors) পদে নিয়োগ করা হবে। 

শূন্যপদ

ভারতীয় শ্রম দপ্তরে অধ্যাপক (Professors) পদের ক্ষেত্রে ১০৬ টি শূন্যপদ রয়েছে।

আরো আপডেট: ১২০২ শূন্যপদে সাউথ ইস্টার্ন রেলওয়ে নিয়োগ! শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা

  • ফ্যাকাল্টি পদের জন্য যোগ্যতা NMC বা MCI ডিগ্রি থাকা আবশ্যিক।
  • সুপার স্পেশালিস্ট পদের জন্য যোগ্যতা এমবিবিএস ডিগ্রি থাকা আবশ্যিক।
  • স্পেশালিস্ট পদের জন্য যোগ্যতা গ্রাজুয়েট ডিগ্রি থাকা আবশ্যিক।
  • সিনিয়র রেসিডেন্ট পদের জন্য যোগ্যতা পিজি ডিগ্রী বা ডিপ্লোমা ডিগ্রি থাকা আবশ্যিক।

বয়সসীমা

সিনিয়র রেসিডেন্ট পদের জন্য বয়সসীমা 45 বছর এবং বাকি সমস্ত পদের জন্য বয়সসীমা 67 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন

ভারতীয় শ্রম দপ্তরে বিভিন্ন পদের জন্য ৭৬,৭০০ টাকা থেকে ২,১২,০১৩ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

আরো আপডেট: জাতীয় সড়ক দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, ম্যানেজার পদে করা হবে নিয়োগ

নিয়োগ পদ্ধতি

ভারতীয় শ্রম দপ্তরে  বিভিন্ন পদে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে ইন্টাভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

  • ভারতীয় শ্রম দপ্তরে চাকরিপ্রার্থীদেরকে আলাদা করে অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে না।
  • নিচে নোটিশে দেওয়া ফরমাটে নিজের বায়ো ডাটা রেডি করে নিচে দেওয়া ঠিকানায় ইন্টাভিউয়ের দিন উপস্থিত থাকতে হবে।

আরো আপডেট: রাজ্যে ১৩,২২৫ অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ! যোগ্যতা, বয়স কী লাগবে দেখুন

আবেদনপত্র জমা করার ঠিকানা

Academic Block, ESIC Mch, Desula Mia, Alwar (RAJ) 301030

আবেদন মূল্য

ভারতীয় শ্রম দপ্তরে আবেদন করার জন্য SC/ST/PH বাদে জেলারেল/OBC প্রার্থীদের জন্য আবেদন মূল্য ২২৫ টাকা।  

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শুরুর তারিখ: 21/05/2024

আবেদনের শেষ তারিখ: 04/06/2024

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here