5কেবলমাত্র যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে বা স্নাতক বা স্নাতকোত্তর পড়াশোনা করছে তাদের জন্য স্বল্প বা কম সময়ে ফোকলোর, ট্যুরিজম অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট এর উপর একটি বিশেষ কোর্সের আয়োজন করেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি পশ্চিমবঙ্গের নদীয়া জেলাতে অবস্থিত।
ফোকলোর, ট্যুরিজম অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট কোর্সে রাজ্যের সকল যোগ্য ছেলে-মেয়েরা অংশ গ্রহণ করতে পারবে। এই কোর্সের মাধ্যমে সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে লোককথা ও পর্যটন সম্পর্কে একটি বিশেষ স্বচ্ছ ধারণা তৈরি হবে।
কোর্সের বিস্তারিত তথ্য
নোটিশের রেফারেন্স নং: CCFTCD/June/2024/ADM/N-01
নোটিশ প্রকাশের তারিখ: 01/06/2026
কোর্সের নাম
ফোকলোর, ট্যুরিজম অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট অর্থাৎ লোককথা, পর্যটন এবং সমষ্টি উন্নয়ন এর উপর কোর্স করানো হবে।
মোট শূন্যপদ
ফোকলোর, ট্যুরিজম অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট কোর্সের জন্য মোট শুন্যপদ রয়েছে ৪০ টি।
আরো আপডেট: BCA কোর্স কী? এই কোর্স করে কী কী চাকরি পাওয়া যায়?
কোর্সের সময়সীমা
নদীয়া জেলার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ৬ মাসের ফোকলোর, ট্যুরিজম অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট অর্থাৎ লোককথা, পর্যটন এবং সমষ্টি উন্নয়ন এর উপর কোর্স চালু করা হয়েছে।
কোর্সের ফি
এই কোর্সের জন্য মোট আবেদন মূল্য অর্থাৎ কোর্স ফি ২০০০ টাকা।
আরো আপডেট: UPSC CDS ডিফেন্স অফিসার কিভাবে হওয়া যায়? শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন
আবেদন পদ্ধতি
- এই কোর্সে যে সকল ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা লাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
- এই লিংকে ক্লিক করে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কোর্সের ক্লাস কিভাবে করানো হব?
- এই কোর্সের ক্লাস শনিবার বা রবিবার করানো হবে।
- এই কোর্স ব্লেন্ডেড পদ্ধতি অর্থাৎ অফলাইন বা অনলাইনের মাধ্যমে করানো হবে।
কোর্সের ক্লাস কবে থেকে শুরু হবে?
এই কোর্সের ক্লাস জুলাই মাসের ১ তারিখ থেকে শুরু হবে।
আরো আপডেট: SSA স্কুলে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ২২ জুন পর্যন্ত আবেদন চলবে
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদনের শুরুর তারিখ: 01/06/2024
- আবেদনের শেষ তারিখ: 17/06/2024
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here