হাইকোর্টের প্রধান বিচারপতি প্রতি মাসে কত টাকা বেতন পায়?

How much money does the Chief Justice of the High Court get paid every month?
WhatsApp Group Join Now

ভারতে, হাইকোর্ট হল দেশের বিচার ব্যবস্থার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা মূলত রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায়বিচার এবং আইনি বিষয়ের জন্য চূড়ান্ত কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। আমাদের দেশের সংবিধানের অধীনে প্রতিষ্ঠিত, হাইকোর্টগুলি আইনের শাসন বজায় রাখার পাশাপাশি, ব্যক্তি অধিকার রক্ষা এবং বিচারিক স্বাধীনতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরো আপডেট: ৮০০-র বেশি শূন্যপদে প্রাইমারিতে নিয়োগ, ২ মাস সময় দিলো হাইকোর্ট

দেশের বিচার ব্যবস্থার সবচেয়ে উচ্চ স্তরে রয়েছে সুপ্রিম কোর্ট। এরপরেই আছে হাইকোর্ট, এবং জেলায় জেলায় থাকে আদালত। সব আদালতেই বিচারপতি নিযুক্ত থাকেন বিচার ব্যবস্থা চালানোর জন্য। এই সকল প্রত্যেক বিচারপতিদের মোটা অংকের বেতন দেওয়া হয় সরকারের তরফে। তবে এই প্রতি বেদনে মূলত হাইকোর্টের প্রধান বিচারপতিদের বেতন ও সুবিধা নিয়েই আলোচনা করা হল।

পশ্চিমবঙ্গের প্রধান হল কলকাতা হাইকোর্ট। বিচারপতি টিএস শিবজ্ঞানম এখানে 33 তম প্রধান বিচারপতি হিসাবে 2023 সালের 11 মে শপথ নিয়েছিলেন। টিএস শিবজ্ঞানম 1963 সালের 16 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন তামিলনাড়ুর চেন্নাইয়ে। ষাটোর্ধ্ব বিচারপতির বাবার নাম ডাঃ টিএস সুব্বিয়া এবং মায়ের নাম নলিনী সুব্বিয়া। তবে, তার বৈবাহিক জীবন অথবা তার স্ত্রী সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না।

আরো আপডেট: ইয়েস ব্যাঙ্কে SM ও CM পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

উইকিপিডিয়া এবং বিভিন্ন অনলাইন তথ্য সংক্রান্ত ওয়েবসাইট অনুয়ায়ী, 1986 সাল থেকে বিচারপতি হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন বর্তমান কলকাতা হাইকোর্টের বিচারপতি। 1986 সাল থেকে 2009 সাল পর্যন্ত মাদ্রাজ হাইকোর্টের এডিশনাল বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন শিবজ্ঞানম। এরপরে 2011 সালে তিনি স্থায়ী বিচারপতি হিসাবে নিযুক্ত হন। অবশেষে 2023 সালে তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পান। কিন্তু প্রশ্ন হল, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কত বেতন পান? আসুন জেনে নিই।

বর্তমানে দেশের সমস্ত হাইকোর্টের প্রধান বিচারপতিদের মতই শিবজ্ঞানমও প্রতি মাসে 2 লক্ষ 50 হাজার টাকা বেতন পেয়ে থাকেন। তবে কেবলমাত্র এই বিপুল পরিমাণ এই বেতনই নয়, বিচারপতি পেয়ে থাকেন পাশাপাশি সরকারি গাড়ি থেকে শুরু করে বাংলো, নিরাপত্তা সহ সমস্ত সুযোগ-সুবিধা।

আরো আপডেট: চাকরি বাতিলের মধ্যেই রাজ্যে প্রায় ১ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোন ক্ষেত্রে এত নিয়োগ?

Previous articleইয়েস ব্যাঙ্কে SM ও CM পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ
Next articleইন্টারভিউয়ের মাধ্যমে IISER এ নিয়োগ, ৪৭ হাজার টাকা মাসিক বেতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here