চাকরি বাতিলের মধ্যেই রাজ্যে প্রায় ১ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোন ক্ষেত্রে এত নিয়োগ?

The Chief Minister's announcement of about 1 lakh employment in the state within the cancellation of jobs, in which case so many appointments?
WhatsApp Group Join Now

রাজ্যের সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় চাকরি গিয়েছে প্রায় 26 হাজার শিক্ষকের।তবে একদিনে একসঙ্গে 26 হাজার শিক্ষকদের চাকরি হারানো নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। যদি একই সঙ্গে রাজ্যে আরও লক্ষাধিক কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কোথায় এই বিপুল পরিমাণ কর্মসংস্থান হবে তাও স্পষ্ট জানিয়ে দেন তিনি।

আরো আপডেট: ডিস্ট্রিক্ট কোর্টে গ্রুপ-ডি পদে চাকরি, শীঘ্রই অনলাইনের মাধ্যমে আবেদন করুন

গতকাল, অর্থাৎ বুধবার বর্ধমানের আউশগ্রামে একটি নির্বাচনী সভা থেকে 26 হাজারের শিক্ষকের চাকরি যাওয়ার প্রসঙ্গ টেনে এনে মমতা বলেন, ‘চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা। কোন দফতর কীভাবে চাকরি দেয়, সেটায় আমি মাথা ঘামাই না। সেটা সেই দফতরের ব্যাপার। কিন্তু একসঙ্গে ২6 হাজার শিক্ষকের চাকরি যাওয়ার ঘটনায় আমার খারাপ লেগেছে।’ বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, ‘বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি শিক্ষকরা চাকরি করবে না? কোর্ট আটকে দিচ্ছে। বিজেপির একটা মহামিলন কেন্দ্র। অন্য কেউ যদি বিচার হয়, বিচার পাবেন না। যারা মানুষের চাকরি খাচ্ছে, তারা আসামীদের জামিন দিয়ে দিচ্ছে। আমি বিচারপতিদের নিয়ে বলব না। কিন্তু আমি রায় নিয়ে বলছি। কিন্তু একবারে 26 হাজার চাকরি খাওয়া! এটা কি একেবারে মজার মুলুক?’

আরো আপডেট: HURL এ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

তবে কেবলমাত্র সমালোচনা করেই ক্ষান্ত হননি মমতা। তিনি এর সাথে জুড়ে দেন রাজ্যের বর্তমানে চলা তীব্র তাপপ্রবাহের মোকাবেলা করা কীভাবে সম্ভব তা নিয়ে। তাঁর কথায়, ‘প্রচণ্ড গরম পড়ছে। ক্রমাগত বিদ্যুতের চাহিদা বাড়ছে। কয়েক বছরে বাংলা বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করবে। সারা দেশকে বিদ্যুৎ বিক্রি করবে। 1 লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে দেউচা পাঁচামি কয়লা প্রকল্পে।’

অন্যদইকে আসন্ন লোকসভা ভোটে সরকারি কর্মচারিদের বিজেপিকে ভোট না দেওয়ার আর্জি জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘সরকারি কর্মচারীদের বলব, বিজেপিকে একটা ভোট দেবেন না! কে জানে, আবার চাকরি খাবে কবে? এরা কোর্ট কিনে নিয়েছে, এরা হাইকোর্ট কিনে নিয়েছে, এরা সিবিআই, এনআইএ কিনে নিয়েছে। আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না, সুপ্রিম কোর্টের থেকে এখনও বিচারের আশা করি।’

আরো আপডেট: আঁধার অফিসে নতুন চাকরির বিজ্ঞপ্তি, ৪০ হাজার টাকা মাসিক বেতন

Previous articleআধার অফিসে নতুন চাকরির বিজ্ঞপ্তি, ৪০ হাজার টাকা মাসিক বেতন
Next article৮০০-র বেশি শূন্যপদে প্রাইমারিতে নিয়োগ, ২ মাস সময় দিলো হাইকোর্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here