হিন্দুস্তান উর্ভারক অ্যান্ড রাসায়ন লিমিটেড (HURL) সর্বভারতীয় ম্যানেজার এবং ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগের জন্য সংস্থার ওয়েবসাইট অর্থাৎ hurl.net.in-এ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইচ্ছুক এবং আগ্রহী প্রার্থীরা 20/05/2024 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- E/2/2024
নোটিশ প্রকাশের তারিখ- 16.04.2024
যে পদে নিয়োগ করা হবে
1. Manager
শূন্যপদ- এখানে 18 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা MBA এর সাথে 12 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- 40 বছর বয়সী সকলেই এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- বার্ষিক 16 লক্ষ টাকা বেতন দেওয়া হবে।
আরো আপডেট: ৪৯০ শূন্যপদে এয়ারপোর্টে জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ, ১ মে পর্যন্ত আবেদন চলবে
2. Engineer
শূন্যপদ- এখানে 34 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রির সাথে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- 30 বছর বয়সী সকলেই এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- বার্ষিক 7 লক্ষ টাকা বেতন দেওয়া হবে।
3. Assistant Manager
শূন্যপদ- এখানে 7 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- LLB, B.Sc, BE/ B.Tech, M.Sc, MBA, PGDBM, স্নাতকোত্তর ডিগ্রী/ডিপ্লোমার সাথে 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- 45 বছর বয়সী সকলেই এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- বার্ষিক 11 লক্ষ টাকা বেতন দেওয়া হবে।
আরো আপডেট: জেলা আদালতে পিওন ও LDC সহ বিভিন্ন পদে নিয়োগ! মোট শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
এছাড়াও এখানে অফিসার এবং চিফ ম্যানেজারের পোস্টে কর্মী নিয়োগ করা হবে। আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
নিয়োগ পদ্ধতি
কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নির্বাচিত করা হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য https://jobs.hurl.net.in/ ওয়েবসাইটে অনলাইন আবেদনপত্রটি আপলোড করা হবে। এরপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর ফর্মটি সাবমিট করতে হবে।
আরো আপডেট: ইন্টারভিউয়ের মাধ্যমে ISI এ নিয়োগের বিজ্ঞপ্তি, ৩৫ হাজার টাকা মাসিক বেতন
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে আবেদন শুরু 21/04/2024
অনলাইনে আবেদন করার শেষ দিন 20/05/2024
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here