৪৯০ শূন্যপদে এয়ারপোর্টে জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ, ১ মে পর্যন্ত আবেদন চলবে

490 Vacancies Airport Junior Executive Recruitment 2024
WhatsApp Group Join Now

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এখানে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

দেশের সব রাজ্যের বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 02/2024/CHQ

নোটিশ প্রকাশের তারিখ- 16.02.2024

যে পদে নিয়োগ করা হবে

জুনিয়র এক্সিকিউটিভ

শূন্যপদ

এখানে বিভিন্ন বিষয়ের জন্য বিভিন্ন শূন্যপদ রয়েছে।
যেমন, Architecture এ 3 টি, Engineering‐ Civil এ 90 টি, Electrical এ 106 টি, Electronics এ 278 টি, Information Technology তে 13 টি শূন্যপদ রয়েছে।

আরো আপডেট: ১০০০ শূন্যপদে VAO পদে নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশে চাকরি

যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ করার পাশাপাশি, GATE 2024 পাশ করে থাকতে হবে।

বয়সসীমা

এই পদের জন্য সর্বোচ্চ 27 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

বেতন

WhatsApp Group Join Now

এই পদের জন্য প্রার্থীকে বার্ষিক 13 লক্ষ টাকা করে বেতন দেওয়া হবে।

আরো আপডেট: ফুড SI নিয়োগের উপর স্থগিতাদেশ দিল হাইকোর্ট! এরপর তাহলে কী হবে?

নিয়োগ পদ্ধতি

এখানে GATE 2024 পরীক্ষার rank এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

এখানে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.aai.aero ওয়েবসাইটে গিয়ে প্রাপ্ত আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর ফর্মটি সাবমিট করতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্য।

আরো আপডেট: PGCIL এ CS পদে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

আবেদন মূল্য

SC/ST/PwBD ছাড়া বাকি প্রার্থী দের 300 টাকা করে আবেদন মূল্য দিতে হবে।

আবেদনের সময়সীমা

এখানে আবেদন চলবে 01/05/2024 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here