ইন্টারভিউয়ের মাধ্যমে ISI এ নিয়োগের বিজ্ঞপ্তি, ৩৫ হাজার টাকা মাসিক বেতন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইন্ডিয়ান স্ট্যাস্টিটিক্যাল ইন্সটিটিউটে প্রোজেক্ট লিঙ্কড পার্সন নিয়োগ করা হবে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে। নিয়োগটি সম্পূর্ণ ভাবে এক বছরের চুক্তি ভিত্তিক হবে। প্রার্থীদের ইমেলের মাধ্যমে আবেদন জানাতে হবে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 1134

নোটিশ প্রকাশের তারিখ- 23/04/2024

যে পদে নিয়োগ করা হবে

প্রোজেক্ট লিঙ্কড পার্সন / Project linked Junior Research Person

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ

2 টি শূন্যপদ রয়েছে।

আরো আপডেট: ১০০০ শূন্যপদে VAO পদে নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশে চাকরি

যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের Computer Science/ Information Technology/ Electrical Engineering এ PhD. ডিগ্রি করে থাকতে হবে।

বয়সসীমা

35 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

মাসিক 35,000 টাকা থেকে 42,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আরো আপডেট: ফুড SI নিয়োগের উপর স্থগিতাদেশ দিল হাইকোর্ট! এরপর তাহলে কী হবে?

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য একটি কভারিং লেটার এবং কারেন্ট রেসিউমে মেল করতে হবে। সাথে নিজের সমস্ত প্রয়োজনীয় নথির ছবি তুলে স্ক্যান করে একটি পিডিএফ বানিয়ে ইমেলে পাঠাতে হবে।

অথবা পিডিএফের প্রিন্ট আইউ বের করে এটি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যেতে পারে নীচের ঠিকানায়।

আরো আপডেট: PGCIL এ CS পদে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

আবেদন পাঠাবার ইমেল

[email protected]

আবেদন করার ঠিকানা

The Incharge, Center for Soft Computing Research, Indian Statistical Institute

আবেদনের সময়সীমা

06/05/2024 তারিখের সন্ধ্যা 6 টায় এখানে আবেদন করার শেষ দিন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Comment