নূন্যতম শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ চলছে রাজ্যের কালিম্পং জেলার ডিস্ট্রিক্ট জাজের অফিসে। এখানে গ্রুপ ডি সহ গ্রুপ সি এবং গ্রুপ বি পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- RC 1 of 2024
নোটিশ প্রকাশের তারিখ- 17/04/2024
যে পদে নিয়োগ করা হবে
1. অফিস পিওন
শূন্যপদ- 17 টি শূন্যপদ রয়েছে।
2. লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
শূন্যপদ- 13 টি শূন্যপদ রয়েছে।
3. ইংলিশ স্টেনোগ্রাফার
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
4. সুইপার (কর্মবন্ধু)
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
5. প্রসেস সার্ভার
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
6. নাইট গার্ড
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
আরো আপডেট: ১০০০ শূন্যপদে VAO পদে নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশে চাকরি
যোগ্যতা
প্রতিটি পদের জন্য প্রার্থীদের আলাদা আলাদা করে যোগ্যতা চাওয়া হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
বয়সসীমা
সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।
বেতন
এখানে পদ অনুসারে প্রার্থী দের লেভেল 1 থেকে লেভেল 10 পর্যন্ত বেতন দেওয়া হবে।
আরো আপডেট: ফুড SI নিয়োগের উপর স্থগিতাদেশ দিল হাইকোর্ট! এরপর তাহলে কী হবে?
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে
https://kalimpong.dcourts.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য জমা দিয়ে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে।
আরো আপডেট: PGCIL এ CS পদে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ
আবেদন মূল্য
এখানে আবেদন মূল্য রাখা হয়েছে-
- UR, OBC- 320 টাকা
- SC/ ST- 280 টাকা
- PWD- 160 টাকা
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে, আবেদন শুরু- 17/04/2024
আবেদন করার শেষ দিন- 17/05/2024
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here