আধার অফিস অর্থাৎ, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর তেলঙ্গানা অফিসে ইন্ডিয়ার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এখানে একটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে।
দেশের সব রাজ্যের বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ করা হবে
কনসালটেন্ট (অ্যাকাউন্টেন্ট)
শূন্যপদ
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
আরো আপডেট: ৪৯০ শূন্যপদে এয়ারপোর্টে জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ, ১ মে পর্যন্ত আবেদন চলবে
যোগ্যতা
আবেদন করার জন্য প্রার্থীদের কমার্স গ্র্যাজুয়েট এবং অবসর সরকারি কর্মী হতে হবে।
বয়সসীমা
এই পদের জন্য সর্বোচ্চ 63 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন
এই পদের জন্য প্রার্থীকে মাসিক 40,000 টাকা করে বেতন দেওয়া হবে।
আরো আপডেট: জেলা আদালতে পিওন ও LDC সহ বিভিন্ন পদে নিয়োগ! মোট শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
আবেদন পদ্ধতি
এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, 3 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।
সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আরো আপডেট: ইন্টারভিউয়ের মাধ্যমে ISI এ নিয়োগের বিজ্ঞপ্তি, ৩৫ হাজার টাকা মাসিক বেতন
আবেদন পাঠাবার ঠিকানা
Director (HR), Unique Identification Authority of India (UIDAI), 6th Floor, East Block, Swarna Jayanthi Complex, Beside Maitrivanam, Ameerpet Hyderabad-500 038, Telangana State
গুরুত্বপূর্ণ তারিখ
22/05/2024 তারিখের মধ্যে এখানে অফলাইনে আবেদন করে ফেলতে হবে ইচ্ছুক প্রার্থীদের।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here