নিজেকে আধুনিকতার ধাঁচে গড়ে তুলতে হলে জানতে হবে প্রথমে কম্পিউটার সম্পর্কে তার সাধারণ ধারণা, তারপর ধীরে ধীরে জানতে হবে কম্পিউটারের সফটওয়্যার এবং তার বিভিন্ন এপ্লিকেশন তথ্যগুলিতে কিভাবে কাজ করতে হয়। যেগুলি তাকে পরবর্তী ক্ষেত্রে যে কোন কাজ পেতে সাহায্য করবে।
তাই বর্তমান দিনের কম্পিউটারের ভূমিকা অপরিসীম। আর কেউ যদি উচ্চ মাধ্যমিকের পর কম্পিউটার নিয়ে পড়তে চায় তাহলে তাদের জন্য গুরুত্বপূর্ণ কোর্স হলো- BCA কোর্স।
BCA কোর্স কী?
BCA এর পুরো কথার অর্থ হলো- ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। BCA কোর্স হলো- তিন বছরের স্নাতক ডিগ্রী কম্পিউটার ভিত্তিক কোর্স।
BCA কোর্সের মাধ্যমে কম্পিউটারের সফ্টওয়্যার, হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক সহ সমস্ত কম্পিউটার অ্যাপ্লিকেশন গুলি সম্পর্কে জানা যায় এবং বিভিন্ন কোম্পানিগুলিতে কাজ পেতে সুবিধা হয়।
আরো আপডেট: ৫,২৫০ শূন্যপদে BPNL এ নিয়োগের বিজ্ঞপ্তি, নূন্যতম মাধ্যমিক পাশে চাকরির সুযোগ
BCA কোর্স করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন?
- নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ সার্টিফিকেট থাকতে হবে।
- সায়েন্স বা আর্টস বিভাগের ছাত্রছাত্রীরা এই কোর্স করতে পারবে।
BCA কোর্স করতে কত বছর সময় লাগে?
BCA কোর্স করতে তিন বছর সময় লাগে, এই স্নাতক প্রোগ্রামের মাধ্যমে সফ্টওয়্যার, হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক সহ সমস্ত কম্পিউটার অ্যাপ্লিকেশন শেখানো হয়।
BCA কোর্স করতে কত টাকা খরচ হয়?
ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন (BCA) কোর্স করতে তিন বছরে মোট ৭০ হাজার টাকা থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়।
আরো আপডেট: মাধ্যমিক পাশে প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ
BCA কোর্স করে কী কী চাকরি পাওয়া যায়?
ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন (BCA) কোর্স করে যে সমস্ত চাকরিগুলি পাওয়া যায় তা নিম্নরূপ-
- Data Scientist
- Technical Analyst
- Web Developer
- Blockchain Developer
- Educator
- Banking Sector
- Cyber Security Expert
- E-commerce Executive
- Digital Marketer
- Software Developer Trainee
আরো আপডেট: ১২০২ শূন্যপদে সাউথ ইস্টার্ন রেলওয়ে নিয়োগ! শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন