ইন্টারভিউয়ের মাধ্যমে IISER এ নিয়োগ, ৪৭ হাজার টাকা মাসিক বেতন

interview IISER Recruitment notification 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গের কল্যানীতে অবস্থিত IISER কলকাতাতে রিসার্চ অ্যাসোসিয়েট শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। পদের বিবরণ এবং সম্পর্কিত তথ্যের জন্য পুরো প্রতিবেদনটি ভালো করে পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে

রিসার্চ অ্যাসোসিয়েট

মোট শূন্যপদ

এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

আরো আপডেট: ৮০০-র বেশি শূন্যপদে প্রাইমারিতে নিয়োগ, ২ মাস সময় দিলো হাইকোর্ট

যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের Chemistry তে PhD ডিগ্রি পাশ করে থাকতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়সসীমা

সর্বোচ্চ 32 বছর বয়সী সকল প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

নির্বাচিত প্রার্থীকে এখানে মাসিক 47,000 টাকা বেতন বাবদ দেওয়া হবে।

আরো আপডেট: ইয়েস ব্যাঙ্কে SM ও CM পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

নিয়োগের সময়সীমা

মোট 6 মাসের চুক্তিতে নিয়োগ করা হবে।

নিয়োগ পদ্ধতি

অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য, প্রার্থীদের সিভি এবং প্রয়োজনীয় নথিপত্রসহ একটি সিঙ্গেল পিডিএফ তৈরি করে সেটি ইমেল করতে হবে নীচের ইমেল আইডিতে।

আরো আপডেট: চাকরি বাতিলের মধ্যেই রাজ্যে প্রায় ১ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোন ক্ষেত্রে এত নিয়োগ?

আবেদন পাঠাবার ইমেল আইডি

r.banerjee.iiserkol.ac.in

ইন্টারভিউয়ের সময়

02/05/2024 তারিখের সকাল 11.30 টার সময় এখানে ইন্টারভিউ নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here