ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে 506 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে। এখানে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। এখানে উক্ত পদের জন্য যোগ্যতা, বয়সসীমা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- NO.09/2024-CPF
নোটিশ প্রকাশের তারিখ- 24.04.2024
যে পদে নিয়োগ করা হবে
সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স
শূন্যপদ
(i) BSF – 186
(ii) CRPF – 120
(iii) CISF – 100
(iv) ITBP – 58
(iv) SSB – 42
সব মিলিয়ে মোট 506 টি শূন্যপদ রয়েছে।
আরো আপডেট: হাইকোর্টের প্রধান বিচারপতি প্রতি মাসে কত টাকা বেতন পায়?
যোগ্যতা
আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন ডিগ্রি পাশ করে থাকতে হবে। সাথে, ফিজিক্যালি ফিট হতে হবে।
বয়সসীমা
25 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
প্রিলিমিনারি এবং মেনস এই দুটি ধাপে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি
এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। এর জন্য http://www.upsconline.nic.in. এর ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে আবেদন মূল্য দিয়ে ফর্মটি সাবমিট করে দিতে হবে।
আরো আপডেট: ইন্টারভিউয়ের মাধ্যমে IISER এ নিয়োগ, ৪৭ হাজার টাকা মাসিক বেতন
আবেদন মূল্য
Female/SC/ST/PwD ছাড়া বাকি প্রার্থীদের 200 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে আবেদন শেষ হবে- 14/05/2024
পরীক্ষার তারিখ- 14/08/2024
আরো আপডেট: ইয়েস ব্যাঙ্কে SM ও CM পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here