কলকাতা বন্দরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, ৬০ হাজার টাকা মাসিক বেতন

Kolkata Port New Recruitment Notification 2024
WhatsApp Group Join Now

কলকাতায় অবস্থিত শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। এখানের নিয়োগটি চুক্তি ভিত্তিক হবে। কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- Admn/6497/C/CME/Supdt.Engg

নোটিশ প্রকাশের তারিখ- 17/04/2024

যে পদে নিয়োগ করা হবে

সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার

শূন্যপদ

এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।

আরো আপডেট: হাইকোর্টের প্রধান বিচারপতি প্রতি মাসে কত টাকা বেতন পায়?

যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের, মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিগ্রি থাকতে হবে। সাথে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন

এখানে প্রার্থীদের 60,000- 1,80,000 টাকা বেতন দেওয়া হবে।

সময়সীমা

WhatsApp Group Join Now

2 বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

নিয়োগ পদ্ধতি

ডেপুটেশনের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের 7 নং পাতা থেকে আবেদনপত্রটি দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আরো আপডেট: ইন্টারভিউয়ের মাধ্যমে IISER এ নিয়োগ, ৪৭ হাজার টাকা মাসিক বেতন

আবেদন পাঠাবার ঠিকানা

Sr. Dy. Secretary-11”, Syama Prasad Mookerjee Port, Kolkata,
15, Strand Road, Kolkata- 700001

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন করা যাবে – 17/05/2024 তারিখের মধ্যে এখানে অফলাইনে আবেদন করে ফেলতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

প্রয়োজনীয় নথি

1. বয়সের প্রমাণ

2. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

3. আধার/ প্যান

4. কাস্ট সার্টিফিকেট

5. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট

আরো আপডেট: ইয়েস ব্যাঙ্কে SM ও CM পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here