BECIL এ MTS ও DEO সহ বিভিন্ন পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি, মোট শূন্যপদ রয়েছে ৩৯১ টি

BECIL MTS & DEO including various posts new recruitment notification 2024
WhatsApp Group Join Now

BECIL (Broadcast Engineering Consultants India Limited) এর তরফ থেকে যোগ্য চাকরি প্রার্থীদের জন্য মোট ৩৯১ টি শূন্যপদে MTS ও  DEO সহ বিভিন্ন পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যের সকল যোগ্য ছেলে-মেয়েরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

MTS ও  DEO সহ বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয় সমূহ নিম্নে প্রতিবেদনের মাধ্যমে উপস্থাপন করা হলো।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং: BECIL/Project-III(HRMS)/55(Delhi)/CR No.808/ Advt.2024/459

নোটিশ প্রকাশের তারিখ: 05/06/2024

যে পদে নিয়োগ করা হবে

BECIL এর তরফ MTS ও  DEO সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ

MTS ও  DEO সহ বিভিন্ন পদের জন্য মোট ৩৯১ টি শূন্যপদ রয়েছে।

আরো আপডেট: BSF এ গ্রুপ-বি ও গ্রুপ-সি নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশে চাকরির সুযোগ

শিক্ষাগত যোগ্যতা

MTS ও  DEO সহ বিভিন্ন পদের জন্য সর্বনিম্ন মাধ্যমিক পাশ থেকে শুরু করে মাস্টার ডিগ্রী শিক্ষাগত যোগ্যতায় সকল ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা

এখানে প্রতিটি পদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন

WhatsApp Group Join Now

BECIL এ বিভিন্ন পদের জন্য বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা মাসিক বেতন রয়েছে। যেমন- সর্বনিম্ন 21,970 টাকা থেকে 40,710 টাকা মাসিক বেতন BECIL এর তরফ থেকে দেওয়া হবে।

আরো আপডেট: IGCAR এ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ৩০ জুন পর্যন্ত আবেদন চলবে

নিয়োগের পদ্ধতি

এখানে চাকরি প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

  • BECIL এ বিভিন্ন পদের জন্য চাকরিপ্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • https://becilregistration.in/ এই লিংকে ক্লিক করে চাকরিপ্রার্থীদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
  • তারপর সম্পূর্ণ ফর্মটি ফিলাপ হয়ে গেলে নিজের সমস্ত ডকুমেন্টস আপলোড করে সাবমিট করতে হবে।

আরো আপডেট: ৩,০০০ শূন্যপদে রেলে টিকিট কালেক্টর নিয়োগের আপডেট! মাসিক বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জেনে নিন

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শেষ তারিখ: 19/06/2024  

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Previous article১৫২৬ শূন্যপদে ASI ও হেড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি, ৮ জুলাই অবধি আবেদন চলবে
Next articleগ্রাম পঞ্চায়েত সহায়ক নিয়োগ ২০২৪! পরীক্ষার সিলেবাস, শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন সম্পর্কে বিস্তারিত জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here