BECIL এ MTS ও DEO সহ বিভিন্ন পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি, মোট শূন্যপদ রয়েছে ৩৯১ টি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BECIL (Broadcast Engineering Consultants India Limited) এর তরফ থেকে যোগ্য চাকরি প্রার্থীদের জন্য মোট ৩৯১ টি শূন্যপদে MTS ও  DEO সহ বিভিন্ন পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যের সকল যোগ্য ছেলে-মেয়েরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

MTS ও  DEO সহ বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয় সমূহ নিম্নে প্রতিবেদনের মাধ্যমে উপস্থাপন করা হলো।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং: BECIL/Project-III(HRMS)/55(Delhi)/CR No.808/ Advt.2024/459

নোটিশ প্রকাশের তারিখ: 05/06/2024

যে পদে নিয়োগ করা হবে

BECIL এর তরফ MTS ও  DEO সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মোট শূন্যপদ

MTS ও  DEO সহ বিভিন্ন পদের জন্য মোট ৩৯১ টি শূন্যপদ রয়েছে।

আরো আপডেট: BSF এ গ্রুপ-বি ও গ্রুপ-সি নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশে চাকরির সুযোগ

শিক্ষাগত যোগ্যতা

MTS ও  DEO সহ বিভিন্ন পদের জন্য সর্বনিম্ন মাধ্যমিক পাশ থেকে শুরু করে মাস্টার ডিগ্রী শিক্ষাগত যোগ্যতায় সকল ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা

এখানে প্রতিটি পদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন

BECIL এ বিভিন্ন পদের জন্য বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা মাসিক বেতন রয়েছে। যেমন- সর্বনিম্ন 21,970 টাকা থেকে 40,710 টাকা মাসিক বেতন BECIL এর তরফ থেকে দেওয়া হবে।

আরো আপডেট: IGCAR এ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ৩০ জুন পর্যন্ত আবেদন চলবে

নিয়োগের পদ্ধতি

এখানে চাকরি প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

  • BECIL এ বিভিন্ন পদের জন্য চাকরিপ্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • https://becilregistration.in/ এই লিংকে ক্লিক করে চাকরিপ্রার্থীদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
  • তারপর সম্পূর্ণ ফর্মটি ফিলাপ হয়ে গেলে নিজের সমস্ত ডকুমেন্টস আপলোড করে সাবমিট করতে হবে।

আরো আপডেট: ৩,০০০ শূন্যপদে রেলে টিকিট কালেক্টর নিয়োগের আপডেট! মাসিক বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জেনে নিন

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শেষ তারিখ: 19/06/2024  

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Comment