দৈনন্দিন জীবনে আমরা সবাই কমবেশি ট্রেনে যাতায়াত করি। টিকিট কালেক্টর সম্পর্কে জানে না এমন লোক খুবই কম আছেন। এই টিকিট কালেক্টর এর কাজ হল প্রত্যেকের কাছ থেকে টিকিট সংগ্রহ করার পর সঠিকভাবে দেখে নেওয়া।
ভারতীয় রেলের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য প্রায় ৩,০০০ শূন্যপদে টিকিট কালেক্টর (TC) নিয়োগের আপডেট জানা গেলো। রেলে যে সমস্ত কর্মচারী নিয়োগ করা হয় তার মধ্যে অন্যতম হলো টিকিট কালেক্টর। টিকিট কালেক্টর এর পরীক্ষা নেওয়া হয় NTPC সংস্থার মাধ্যমে।
ভারতীয় রেলের টিকিট কালেক্টর (TC) এর ক্ষেত্রে মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, নিয়ম পদ্ধতি ও আবেদন পদ্ধতি, কবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এই পুরো বিষয় সমূহ নিম্নে প্রতিবেদন আকারে উপস্থাপন করা হলো।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ করা হবে
ভারতীয় রেলে টিকিট কালেক্টর (TC) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
ভারতীয় রেলে টিকিট কালেক্টর (TC) মোট শূন্যপদ প্রায় ৩,০০০ টি।
আরো আপডেট: NCB তে সেকশন অফিসার নিয়োগ, ২৭ জুন অবধি আবেদন চলবে
শিক্ষাগত যোগ্যতা
টিকিট কালেক্টর পদের জন্য আবেদনকারীদের যোগ্যতা যে কোন সরকারি স্বীকৃত বিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা
টিকিট কালেক্টর পদে আবেদনের জন্য আবেদন যোগ্য চাকরিপ্রার্থীর বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি স্বীকৃত অনুযায়ী SC/ST/OBC/EWS রা নির্দিষ্ট বয়সের ছাড় পাবে।
মাসিক বেতন
ভারতীয় রেলে টিকিট কালেক্টর (TC) এর জন্য সপ্তম পে স্কেল অনুযায়ী ১৯,৯০০ টাকা থেকে ৩৫,৪০০ টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন।
আরো আপডেট: জেলা আদালতে গ্রুপ-ডি সহ বিভিন্ন পদে নিয়োগ, অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে চাকরি
নিয়োগের পদ্ধতি
এই পদে ক্ষেত্রে যোগ্য প্রার্থীদেরকে দুটি কম্পিউটার বেস টেস্ট এবং টাইপিং টেস্টের মাধ্যমে তার দক্ষতা যাচাই করে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
ভারতীয় রেলে টিকিট কালেক্টর (TC) পদের জন্য আবেদন যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
টিকিট কালেক্টর (TC) পদের জন্য কবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে?
ভারতীয় রেলের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো আপডেট: ১০১০ শূন্যপদে ভারতীয় রেলে ICF তে নিয়োগের বিজ্ঞপ্তি, ন্যূনতম মাধ্যমিক পাশে আবেদন যোগ্য