ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে লোকসভা ভোটের দিনক্ষণ। এরই মধ্যে নতুন উদ্যোগ নিল রাজ্য পুলিশ বোর্ড। কলকাতা পুলিশের নব নিযুক্ত কনস্টেবলদের এবার থেকে তিন জায়গাতে প্রশিক্ষণ দেওয়া হবে। বোর্ডের তরফে জানানো হয়েছে কলকাতা পুলিশে সদ্য নিযুক্ত হওয়া কনস্টেবলদের একাংশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হাওড়ার ডোমজুড়ের আড়ুপাড়ায়, কলকাতা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে (কেপিটিএ)।
পাশাপাশি প্রশিক্ষণ চলছে আলিপুর বডিগার্ড লাইন্স এবং বি টি লাইন্সেও। বর্তমানে চলতি মাসের প্রথম দিক থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ। এটি চলবে দীর্ঘ ছয় মাস। এত দিন পর্যন্ত কেবলমাত্র ব্যারাকপুর-সহ রাজ্যের অন্য জায়গাতে প্রশিক্ষণ দেওয়া হত। তবে এই বারে, নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করতে এ বার এই উদ্যোগ কলকাতা পুলিশের।
বর্তমানে আড়ুপাড়ার পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে কলকাতা পুলিশে নতুন চাকরি পাওয়া 265 জন প্রার্থীদের ট্রেনিং চলছে। এদের মধ্যে রয়েছেন 100 জন সার্জেন্ট, 145 জন সাব-ইনস্পেক্টর এবং 20 জন মহিলা সাব-ইনস্পেক্টর। গত বছরের নভেম্বর মাস থেকেই এই প্রার্থীদের ট্রেনিং চলছে।
এখানে কলকাতা পুলিশের দক্ষ আধিকারিকরা তো বটেই, সাথে অপরাধের কিনারা সম্পর্কিত বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞেরা ক্লাস নিচ্ছেন সদ্য নিযুক্ত পুলিশকর্মীদের। এছাড়াও বিভিন্ন বিষয়ের জন্য অতিথি শিক্ষক আনা হচ্ছে বাইরে থেকে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকর্মীদের ভূমিকা থেকে দায়িত্ব কতখানি, শেখানো হচ্ছে তা-ও।
প্রশিক্ষণের ব্যাপারে লালবাজার কর্মকর্তাদের বক্তব্য, এর আগেও বেশ কয়েকবার পুলিশ ট্রেনিং স্কুলে কনস্টেবলদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তবে আলিপুর বডিগার্ড লাইন্স এবং বি টি লাইন্সে এই প্রশিক্ষণ সাধারণত দেওয়া হয় না।
প্রসঙ্গত, কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য নিয়োগ করা হয়েছে 2266 জনকে। এদের মধ্যে মহিলা কনস্টেবলের সংখ্যা 856 জন। এদিকে, সূত্রের খবর বলছে, কলকাতা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে প্রশিক্ষণ চলছে 536 জনের। এদের মধ্যে মহিলা কনস্টেবল রয়েছেন 506 জন।
পাশাপাশি আলিপুর বডিগার্ড লাইন্সে চলছে 350 জন মহিলা কনস্টেবলের প্রশিক্ষণ এবং বি টি লাইন্সে 180 জন পুরুষ কনস্টেবলের প্রশিক্ষণ চলছে। লালবাজারের এক পুলিশকর্তা জানিয়েছেন, 2266 জনের মধ্যে কলকাতা পুলিশের তিনটি কেন্দ্রে চলছে 1066 জনের প্রশিক্ষণ এবং বাকি থাকা 1200 জনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের শালুয়ায় রাজ্য প্রশিক্ষণ কেন্দ্রে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ১৩৭৭ শূন্যপদে NVS এ নন টিচিং স্টাফ পদে নিয়োগ, অনলাইনের মাধ্যমে আবেদন করুন
👉 বরোদা ব্যাঙ্কে অফিস অ্যাসিস্টেন্ট পদে চাকরি, মাসিক বেতন ১৪ হাজার
👉 রাজ্যে কৃষি দপ্তরে ফিল্ডম্যান পদে চাকরি, ৩১ হাজার ৯৬০ টাকা মাসিক বেতন
👉 ২০৪৯ শূন্যপদে স্টাফ সিলেকশন কমিশনে নিয়োগ, নূন্যতম মাধ্যমিক পাশে চাকরি