SSC MTS Job 2021:
বেশ কিছুদিন অপেক্ষার পর SSC বা স্টাফ সিলেকশন কমিশন মাল্টি টাস্কিং স্টাফ (MTS) নিয়োগের অফিসিয়াল নোটিশ প্রকাশ করল। এই নোটিশটি প্রকাশিত হওয়ার কথা ছিল 2 ফেব্রূয়ারি 2021 তারিখে কিন্তু এটি প্রকাশিত হল 5 ফেব্রূয়ারি। মাল্টি টাস্কিং স্টাফ এটি হল সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ চাকরি। এক্ষেত্রে বেতনও দেওয়া হয় ভালো মানের।
মাধ্যমিক পাশ যোগ্যতায় পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে উভয়েই এই পোষ্টের জন্য আবেদন করতে পারবে। স্টাফ সিলেকশন কমিশন প্রতি বছরই এই পোষ্টে নিয়োগ করার জন্য নোটিশ প্রকাশ করে থাকে। এই বছরও তার ব্যাতিক্রম হল না। কবে থেকে আবেদন শুরু, কবে শেষ, পশ্চিমবঙ্গের আবেদনকারীরা কোথায় পরীক্ষা দেবে- বিস্তারিত জেনে নিন।
চাকরি ও কাজের আপডেট সবার প্রথমে পেতে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান-Click Here
গুরুত্বপূর্ণ তারিখ সমূহঃ
আবেদন শুরু- 05.02.2021 তারিখ থেকে আবেদন করার কাজ শুরু হয়েছে।
আবেদন শেষ- 21.03.2021 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
পরীক্ষার তারিখ- কম্পিউটার বেসড Tier-I পরীক্ষা নেওয়া হবে 1 জুলাই থেকে 20 জুলাই 2021 এর মধ্যে।
Tier-II বর্ননামূলক পরীক্ষা নেওয়া হবে 21.11.21 তারিখে।
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফিঃ আবেদন ফি বাবদ পে করতে হবে 100 টাকা। তবে ST, SC, OBC, PWD ,ESM শ্রেনির আবেদনকারীদের এবং মহিলাদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না। অনলাইন বা অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন ফি জমা করা যাবে।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে। তবে ST, SC, OBC শ্রেনির আবেদনকারীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে। বয়সের হিসেব করা হবে 01.01.2021 তারিখ অনুযায়ী।
বেতনঃ প্রতি মাসে 18,000-22,000 টাকা
শুন্যপদঃ প্রতি বছর এই মাল্টি টাস্কিং স্টাফ পোষ্টের জন্য স্টাফ সিলেকশন কমিশন 5000 মতো শুন্যপদে নিয়োগ করে থাকে। তাই এই বছরেও এমন সংখ্যক শুন্যপদ থাকবে বলে আশা করা হচ্ছে। শুন্যপদ সংক্রান্ত সঠিক তথ্য আগামী কিছুদিনের মধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে। সেটি প্রকাশিত হলেই আমরা আপনাদের জানিয়ে দেবো।
শিক্ষাগত যোগ্যতাঃ SSC MTS বা মাল্টি টাস্কিং স্টাফ পোষ্টে চাকরি করার জন্য আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে। তবে উচ্চ শিক্ষিতরাও এক্ষেত্রে আবেদন করতে পারবে।
SSC MTS Job 2021
আবেদন পদ্ধতিঃ SSC MTS বা মাল্টি টাস্কিং স্টাফ পোষ্টের জন্য সরাসরি SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনকারীকে প্রথমে আবেদন করার লিংকে ক্লিক করতে হবে। প্রথম স্টেপে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর ঐ আইডি দিয়ে লগ ইন করে নিয়ে আবেদনকারীকে তার তথ্য দিতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আপনাদের সুবিধার্থে আবেদন করার অফিসিয়াল লিংক নীচে দেওয়া হল।
নীচের দেওয়া লিংকে ক্লিক করে এই SSC MTS নিয়োগের অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন।
SSC MTS Exam 2021 Syllabus
নীচের দাগ দেওয়া লেখার উপরে ক্লিক করে SSC MTS Exam 2021 এর সিলেবাস ডাউনলোড করে নিন।
আরো আপডেটঃ SSC MTS Exam 2021, Syllabus & Marks: সিলেবাস PDF ডাউনলোড।
নিয়োগ প্রক্রিয়াঃ তিনটে স্টেপ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
১. কম্পিউটার বেসড পরীক্ষা MCQ (Tier-I)- 100 নম্বর।
২. Tier-II পরীক্ষা (বর্ননামূলক)- 50 নম্বর
৩. ডকুমেন্ট ভ্যারিফিকেশন।
পরীক্ষার সেন্টারঃ পশ্চিমবঙ্গের আবেদনকারীদের যে সমস্ত জায়গায় পরীক্ষা নেওয়া হবে সেগুলি হল কোলকাতা, আসানসোল, হুগলি এবং শিলিগুড়ি।
গুরুত্বপূর্ণ লিংক সমূহঃ
অফিসিয়াল নোটিশ-
আবেদন করার লিংক-
চাকরি ও কাজের আপডেট-Click Here
kajkarmo.com এমন একটি ওয়েবসাইট যেখানে আমরা প্রতিটি তথ্য সঠিকভাবে যাচাই করি তারপর আপনাদের সামনে তুলে করি। তাই প্রতিদিন নতুন কোনো চাকরি ও কাজের আপডেট পেতে “kajkarmo.com” এ ভিজিট করতেই পারেন।