2500 শুন্যপদে কোলকাতা পুলিশে নিয়োগের দারুন আপডেট দিল রাজ্য সরকার। 24 মে, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক সাংবাদিক বৈঠকে কোলকাতা পুলিশে নিয়োগের কথা ঘোষনা করেছেন। খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে যাবে।
পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে সকলেই কোলকাতা পুলিশের জন্য আবেদন করতে পারবে। কোন কোন পদে নিয়োগ হবে, বেতন কত দেওয়া হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কত এবং কীভাবে আবেদন করতে হবে- সমস্ত খুটিনাটি বিষয় গুলি জেনে নিন।
Kolkata Police Recruitment 2021:
নিয়োগ সংস্থা | কোলকাতা পুলিশ রিক্রূটমেন্ট বোর্ড |
মোট শুন্যপদ | 2500 টি |
চাকরির ধরন | সরকারী চাকরি |
বেতন | প্রতি মাসে 5,400-37,600 টাকা |
অফিসিয়াল ওয়েবসাইট | www.kprb.kolkatapolice.gov.in |
আবেদনের মাধ্যম | অফলাইন এবং অনলাইন পদ্ধতিতে আবেদন |
কোলকাতা পুলিশের পোষ্ট গুলি কি কি?
কোলকাতা পুলিশের যে সমস্ত পোষ্টে নিয়োগ করা হয় সেগুলি হল-
- সাব ইনস্পেক্টর
- লেডি সাব ইনস্পেক্টর
- কনস্টেবল
- লেডি কনস্টেবল
- কোলকাতা পুলিশ ড্রাইভার
- কোলকাতা পুলিশ সার্জেন্ট
পোষ্ট বিষয়ক খুটিনাটিঃ
(1) পোষ্টের নাম- সাব ইন্সপেক্টর
বেতন- প্রতি মাসে 7,100-37,600 টাকা
বয়স- 20-27 বছরের মধ্যে বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।
(2) পোষ্টের নাম- লেডি সাব ইন্সপেক্টর
বেতন- প্রতি মাসে 7,100-37,600 টাকা
বয়স- 20-27 বছরের মধ্যে বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।
(3) পোষ্টের নাম- কনস্টেবল
বেতন- প্রতি মাসে 5,400-25,200 টাকা
বয়স- 18-27 বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ
(4) পোষ্টের নাম- লেডি কনস্টেবল
বেতন- প্রতি মাসে 5,400-25,200 টাকা
বয়স- 18-27 বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ
(5) পোষ্টের নাম- কোলকাতা পুলিশ সার্জেন্ট
বেতন- প্রতি মাসে 7,100-37,600 টাকা
বয়স- 20-27 বছরের মধ্যে বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।
(6) পুলিশ ড্রাইভার পোষ্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণি পাশ এবং সেইসঙ্গে সরকারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
কোলকাতা পুলিশে নিয়োগের শারীরিক মাপঃ
পোষ্টের নাম | শারিরিক মাপ |
সাব ইন্সপেক্টর | উচ্চতা হতে হবে-1.67 মিটার, বুকের ছাতি হতে হবে 79 সেমি. সঙ্গে 5 সেমি ফোলানোর ক্ষমতা। ওজন হতে হবে মিনিমাম 51.5 কেজি। |
লেডি সাব ইন্সপেক্টর | উচ্চতা হতে হবে-1.6 মিটার, ওজন হতে হবে মিনিমাম 45 কেজি। |
কনস্টেবল | উচ্চতা হতে হবে-167 সেমি., বুকের ছাতি হতে হবে 78 সেমি. সঙ্গে 5 সেমি ফোলানোর ক্ষমতা। ST, গোর্খা, গাড়োয়ালিস এবং রাজবংশীদের উচ্চতা হতে হবে 160 সেমি, বুকের ছাতি-76 সেমি সঙ্গে 5 সেমি ফোলানোর ক্ষমতা। সমস্ত শ্রেনির ক্ষেত্রে ওজন হতে হবে শরীরের উচ্চতা এবং বয়স অনুপাতে। |
লেডি কনস্টেবল | উচ্চতা হতে হবে-160 সেমি. ST, গোর্খা, গাড়োয়ালিস এবং রাজবংশীদের উচ্চতা হতে হবে 152 সেমি. সমস্ত শ্রেনির ক্ষেত্রে ওজন হতে হবে শরীরের উচ্চতা এবং বয়স অনুপাতে। |
কোলকাতা পুলিশ সার্জেন্ট | উচ্চতা হতে হবে-1.73 মিটার, বুকের ছাতি হতে হবে 86.36 সেমি. সঙ্গে 5 সেমি. ফোলানোর ক্ষমতা। ওজন হতে হবে মিনিমাম 63 কেজি। |
কোলকাতা পুলিশে নিয়োগ পদ্ধতিঃ
বেশ কয়েকটি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, এগুলি হল-
- শারীরিক মাপের পরীক্ষা
- শারীরিক দক্ষতার পরীক্ষা
- লিখিত পরীক্ষা
- ইন্টারভিউ
>> কোলকাতা পুলিশে নিয়োগের অফিসিয়াল নোটিশ খুব শীঘ্র প্রকাশিত হতে চলেছে। নোটিশ প্রকাশিত হলেই আমরা আপনাদের আপডেট করে দেবো।
গুরুত্বপূর্ণ লিংক গুলিঃ
চাকরি ও কাজের আপডেট | Click here |
আমাদের ফেসবুক গ্রূপে যুক্ত হোন | Click here |
kajkarmo.com এমন একটি ওয়েবসাইট যেখানে আমরা প্রতিটি তথ্য সঠিকভাবে যাচাই করি তারপর আপনাদের সামনে তুলে করি। তাই প্রতিদিন নতুন কোনো চাকরি ও কাজের আপডেট পেতে “kajkarmo.com” এ ভিজিট করতেই পারেন।
আরো আপডেটঃ
7236 টি শুন্যপদে ক্লার্ক ও শিক্ষক পদে নিয়োগ | Click here |
কোলকাতা CSIR-এ লোক নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি | Click Here |
মাধ্যমিক পাশ সহ বিভিন্ন যোগ্যতায় ‘বস্ত্র দপ্তরে’ কর্মী নিয়োগ | Click Here |