WB Madhyamik Pass Job 2021 | মাধ্যমিক পাশে চাকরি, অনলাইনে আবেদন।

WB Madhyamik Pass Job 2021

WB Madhyamik Pass Job 2021: 

পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশ সহ বিভিন্ন যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির কোলকাতা শাখায় নিয়োগটি করা হবে। এই  নিয়োগ সংক্রান্ত একটি অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে। ওয়ার্ক অ্যাসিসট্যান্ট, ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট সহ একাধিক পদের জন্য চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। WB Madhyamik Pass Job 2021wb WB Madhyamik Pass Job 2021

👍 মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়- ক্লিক করে দেখুন

নোটিশ নম্বরঃ  VECC-01/2021

আবেদন শুরুঃ  20 এপ্রিল 2021, থেকে আবেদন শুরু হয়েছে।   

আবেদনের শেষঃ  20 মে 2021 তারিখ পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের মাধ্যমঃ  অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পোষ্টের নাম, বেতন, শুন্যপদঃ

(1) পোষ্টের নাম-  Female Nurse ‘A’

বেতন- প্রতি মাসে বেতন দেওয়া হবে 44,900 টাকা

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং তিন বছরের নার্সিং কোর্সের ডিগ্রি করা থাকতে হবে।

বয়সসীমাঃ  আবেদনকারীর বয়স হতে হবে 18-30 বছরের মধ্যে।

শুন্যপদ- 1 টি  

আরো আপডেটঃ পেট্রোলিয়ামে গ্রূপ-C পোষ্টে চাকরি

(2) পোষ্টের নাম- Sub-Officer ‘B’

বেতন- প্রতি মাসে বেতন দেওয়া হবে 35,400 টাকা

শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান এবং কেমিস্ট্রি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, সেইসঙ্গে সাব অফিসার কোর্সের ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমাঃ  আবেদনকারীর বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে।

শুন্যপদ- 1 টি  

(3) পোষ্টের নাম- Driver (Ordinary Grade)

বেতন- প্রতি মাসে বেতন দেওয়া হবে 19,900 টাকা

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে এবং ভারী ও হালকা যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যিক।  

বয়সসীমাঃ  আবেদনকারীর বয়স হতে হবে 18-27 বছরের মধ্যে।

শুন্যপদ- 3 টি

(4) পোষ্টের নাম- Work Assistant ‘A’

বেতন- প্রতি মাসে বেতন দেওয়া হবে 18,000 টাকা

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করা থাকলে এই পোষ্টের জন্য আবেদন করা যাবে।

বয়সসীমাঃ আবেদনকারীর বয়স হতে হবে 18-27 বছরের মধ্যে।

শুন্যপদ- 5 টি

(5) পোষ্টের নাম- Canteen Attendant

বেতন- প্রতি মাসে বেতন দেওয়া হবে 18,000 টাকা

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ যোগ্যতায় এই পোষ্টের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমাঃ আবেদনকারীর বয়স হতে হবে 18 বছরের উপরে। সমস্ত পোষ্টের ক্ষেত্রে বয়সের হিসেব করতে হবে 20.05.2021 তারিখ অনুযায়ী।  

শুন্যপদ- 2 টি 

নিয়োগ প্রক্রিয়াঃ

তিনটে ধাপে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে-

  1. Preliminary Test
  2. Advanced Test
  3. Skills Test

আরো আপডেটঃ মাধ্যমিক পাশে আর্মিতে গ্রূপ-C পদে লোক নিয়োগ 

আবেদন ফিঃ

সমস্ত পোষ্টের জন্য আবেদন ফি লাগবে 100 টাকা। তবে SC, ST,  PwD এবং মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে।

আবেদন পদ্ধতিঃ

recruitment.vecc.gov.in– এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার আগে ওয়েবসাইটের হোম পেজে ‘How to apply’ অপশনে ক্লিক করে আবেদন করার বিস্তারিত পদ্ধতি দেখে নিতে হবে। তারপর আবেদনকারীকে সঠিক তথ্য দিয়ে নির্দিষ্ট কোনো পোষ্টে আবেদন করতে হবে। WB Madhyamik Pass Job 2021.  

গুরুত্বপূর্ণ লিংক গুলিঃ

kajkarmo.com এমন একটি ওয়েবসাইট যেখানে আমরা প্রতিটি তথ্য সঠিকভাবে যাচাই করি তারপর আপনাদের সামনে তুলে করি। তাই প্রতিদিন নতুন কোনো চাকরি ও কাজের আপডেট পেতে “kajkarmo.com” এ ভিজিট করতেই পারেন।

বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য গুলি অফিসিয়াল নোটিশের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে।     

Previous article6597 টি শুন্যপদে GNM এবং ANM কোর্সে ভর্তি। GNM, ANM এর সম্পূর্ণ নাম কি?
Next article2500 শুন্যপদে কোলকাতা পুলিশে নিয়োগ: শারীরিক মাপ, বেতন, যোগ্যতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here