৪৪১ শূন্যপদে CMOH এ CHA ও অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ, নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশে চাকরি

441 Vacancies CMOH for CHA & Accountant Posts Recruitment 2024
WhatsApp Group Join Now

যে সকল চাকরি প্রার্থীরা স্বাস্থ্য দপ্তরের কাজ করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট বড় খুশির খবর। CMOH (চিফ মেডিকেল অফিসার অফ হেলথ) এ তরফ থেকে মেডিকেল অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (CHA), ল্যাবরেটরি টেকনিশিয়ান, অ্যাকাউন্টেন্ট সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সকল নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীরা আবেদন যোগ্য।

CMOH এ বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সম্পর্কে নিচে আর্টিকেলের মাধ্যমে উল্লেখ করা হলো।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং: CMOHN/HSS-112/5095

নোটিশ প্রকাশের তারিখ: 07/06/2024

যে পদে নিয়োগ করা হবে

CMOH এ মেডিকেল অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (CHA), ল্যাবরেটরি টেকনিশিয়ান, অ্যাকাউন্টেন্ট সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ

CMOH এ সব পদ মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৪৪১ টি।

আরো আপডেট: ১৭,৭২৭ শূন্যপদে SSC CGL এ গ্রুপ-বি ও গ্রুপ-সি নিয়োগ, ২৪ জুলাই পর্যন্ত আবেদন চলবে

শিক্ষাগত যোগ্যতা

CMOH এ প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। যেমন উচ্চ মাধ্যমিক পাশ, স্নাতক পাশ, মাস্টার ডিগ্রী, MBBS সহ ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমা

  • ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী CMOH এ প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বয়স সীমা রয়েছে। যেমন বয়সসীমা রয়েছে 18 বছর থেকে ৬৭ বছর পর্যন্ত।
  • বয়স সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে নিচে নোটিশটি ডাউনলোড করে দেখে নিন।

মাসিক বেতন

  • CMOH এ প্রতিটি পদের জন্য আলাদা আলাদা মাসিক বেতন রয়েছে। যেমন মাসিক বেতন ৮ হাজার টাকা থেকে শুরু করে ৮০ হাজার টাকা পর্যন্ত রয়েছে।
  • তাই প্রতিটি পদের জন্য যে মাসিক বেতন নির্ধারিত রয়েছে, তার সম্পর্কে জানতে হলে নিচে দেওয়া নোটিশটি ডাউনলোড করে দেখে নিন।

আরো আপডেট: DM অফিসে DEO ও অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ! নিয়োগের পদ্ধতি ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

WhatsApp Group Join Now

নিয়োগের পদ্ধতি

CMOH এ বিভিন্ন পদে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

  • CMOH এ বিভিন্ন পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করা হয়ে গেলে নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
  • ফর্ম ফিলাপ হয়ে গেলে আবেদন মূল্য দিয়ে সাবমিট করতে হবে।
  • সাবমিট করা হয়ে গেল প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে।

আবেদন মূল্য

  • CMOH এ বিভিন্ন পদের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের জন্য আবেদন মূল্য ১০০ টাকা এবং SC/ST/OBC ছাত্রীদের জন্য আবেদন মূল্য ৫০ টাকা।
  • আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

আরো আপডেট: রাজ্যে শ্রম ও রোজগার দপ্তরে চাকরি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরুর তারিখ: 20/06/2024
  • আবেদন শেষ তারিখ: 05/07/2024

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Previous articleআপার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে চাকরি, শীঘ্রই আবেদন করুন
Next articleরাজ্যের বন দপ্তর সহ বিভিন্ন ক্ষেত্রে ২৩৪৪ টি শূন্যপদ, মন্ত্রী সভায় হলো আলোচনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here