৪৬৬০ শূন্যপদে RPF এ কনস্টেবল ও SI পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, নূন্যতম মাধ্যমিক পাশে চাকরি

4660 Vacancies RPF Constable and SI Posts New Recruitment 2024
WhatsApp Group Join Now

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ RPF এ প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেশ বড় সংখ্যক শূন্যপদ রয়েছে এখানে। তাই এটি নিঃসন্দেহে চাকরি প্রার্থীদের জন্য সুখবর হতে চলেছে।

এই প্রতিবেদনে RPF পদে আবেদন করার জন্য কী যোগ্যতার প্রয়োজন, বয়সসীমা কত হতে হবে, বেতন এবং আবেদন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হল।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 01/2024 এবং 02/2024

নোটিশ প্রকাশের তারিখ- 02/03/2024

যে পদে নিয়োগ করা হবে

1. কনস্টেবল / Constable (RPF)

শূন্যপদ- 4208 টি শূন্যপদ রয়েছে।

2. সাব ইন্সপেক্টর / Sub Inspector (SI)

শূন্যপদ- 452 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের, আবেদন করার জন্য যথাক্রমে দেশের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ এবং গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

এছাড়াও ফিজিক্যালি ফিট হতে হবে প্রার্থীদের। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ফিটনেস শর্তাবলী রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখে নিন।

বয়সসীমা

WhatsApp Group Join Now

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। পাশাপাশি, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।

বয়সসীমা

নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে সরকারি পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

আবেদনকারী প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে নীচের পরীক্ষা গুলির মাধ্যমে।

1. কম্পিউটার বেসড টেস্ট

2. ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট

3. ডকুমেন্ট ভেরিফিকেশন

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য indianrailways.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এখানে আবেদনপত্রটিতে নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে। সব শেষে দিতে হবে আবেদন মূল্যও।

আবেদন মূল্য

জেনারেল, EWS এবং OBC পুরুষ প্রার্থীদের 500 টাকা, এবং SC, ST, PWD, WOMEN প্রার্থীদের 250 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে আবেদন করার শেষ দিন- 14/05/2024

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

RPF এ কনস্টেবলের অফিসিয়াল নোটিশ: Download

✅ RPF এ সাব ইন্সপেক্টর (SI) অফিসিয়াল নোটিশ: Download

✅ RPF এ কনস্টেবল ও SI এর সংক্ষিপ্ত নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 WBPSC এর মাধ্যমে মৎস্য দপ্তরে অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার নিয়োগ, ২৭ হাজার টাকা মাসিক বেতন

👉 NIA তে ইনভেস্টিগেশন এক্সপার্ট পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

👉 WBMSC তে স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে চাকরির সুযোগ

👉 ৬৫৭০ শূন্যপদে গ্রাম স্বরাজ যোজনায় চাকরি, ১৪ মে অবধি আবেদন চলবে

👉 ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে করা হবে নিয়োগ

Previous articleWBPSC এর মাধ্যমে মৎস্য দপ্তরে অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার নিয়োগ, ২৭ হাজার টাকা মাসিক বেতন
Next articleঅষ্টম শ্রেণী পাশে কো-অপারেটিভ ব্যাঙ্কে কর্মী নিয়োগ, ১৬ হাজার ৫০০ টাকা মাসিক বেতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here