NIA তে ইনভেস্টিগেশন এক্সপার্ট পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে ইনভেস্টিগেশন এক্সপার্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ প্রকাশের তারিখ- 08/04/2024

যে পদে নিয়োগ করা হবে

ইনভেস্টিগেশন এক্সপার্ট

শূন্যপদ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

10 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

রিটায়ার্ড হওয়া সমস্ত সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশনের কর্মকর্তারা এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি, পাশ করে থাকতে হবে গ্র্যাজুয়েশনও।

বয়সসীমা

সর্বোচ্চ 65 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম

লাস্ট পে থেকে পেনশন বাদ দিয়ে যে টাকা পড়ে থাকে, সেই টাকা প্রার্থীদের বেতন বাবদ দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের।

নিয়োগ স্থান

দেশের সর্বত্রই পোস্টিং দেওয়া হতে পারে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

প্রথমেই www.nia.gov.in/recruitment-notice.htm ওয়েবসাইটে গিয়ে বায়োডেটা ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে। তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটির সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে ফর্মটিকে নিয়ে ইন্টারভিউয়ের দিন নীচের ঠিকানায় চলে যেতে হবে।

ইন্টারভিউয়ের ঠিকানা

NIA HQ, CGO COMPLEX,
Lodhi Road, NEW DELHI

ইন্টারভিউয়ের তারিখ

ইন্টারভিউয়ের জন্য 06.05.2024 এবং 07.04.2024 তারিখের সকাল 11.00 টায় প্রার্থীদের রিপোর্ট করতে হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ৬৫৭০ শূন্যপদে গ্রাম স্বরাজ যোজনায় চাকরি, ১৪ মে অবধি আবেদন চলবে

👉 ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে করা হবে নিয়োগ

👉 UPSC এর মাধ্যমে IES ও ISS পদে নিয়োগের বিজ্ঞপ্তি, ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে

👉 RITES এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ! মোট শূন্যপদ ও মাসিক বেতন সম্পর্কে বিস্তারিত জানুন

👉 ৪০০ শূন্যপদে NPCIL এ এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ, ৩০ এপ্রিল অবধি আবেদন চলবে

Leave a Comment