RITES হল ভারত সরকারের রেল মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা, এখানে চারটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে প্রার্থীদের। দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করার জন্য উপযুক্ত।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগের করা হবে
1. Assistant Manager
শূন্যপদ- এখানে 34 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের Mechanical/ Production/ Production & Industrial/ Manufacturing/ Mechanical/Railways/Mechatronics & Automobile Engineering বিষয় নিয়ে B.Teh পাশ করে থাকতে হবে। সাথে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- 42,478 টাকা মাসিক বেতন দেওয়া হবে।
2. Assistant Manager (Electrical/Electronics)
শূন্যপদ- এখানে 28 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের Electrical / Electronics /Power Supply/ Instrumentation and Control/ Industrial Electronics/Electronics & Instrumentation/Applied Electronics/ Digital Electronics/Power Electronics Engineering বিষয় নিয়ে B.Teh পাশ করে থাকতে হবে। সাথে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- 42,478 টাকা মাসিক বেতন দেওয়া হবে।
3. Assistant Manager (Civil)
শূন্যপদ- এখানে 8 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের Civil Engineering নিয়ে B.Teh পাশ করে থাকতে হবে।
বেতন- 42,478 টাকা মাসিক বেতন দেওয়া হবে।
4. Assistant Manager (IT/CS)
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের Computer Engineering/ Technology/ Computer Science/ Degree in Engineering in Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics & Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation / Post Graduate Degree in Electronics/ Electronics & Tele Communication/ Electronics & Communication/ Electronics & Instrumentation/ Computer Science/ Information Technology/ Computer Applications নিয়ে B.Teh পাশ করে থাকতে হবে।
বেতন- 42,478 টাকা মাসিক বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।
আবেদন পদ্ধতি
এখানে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য https://www.rites.com এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করবেন। এর পরে প্রার্থীরা ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে।
তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে ফর্মটি সাবমিট করে দিতে হবে।
আবেদনের সময়সীমা
এখানে আবেদনের শেষ দিন 22.04.2024. তারিখ।
লিখিত পরীক্ষার দিন: 28/04/2024 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ৮২৭ শূন্যপদে UPSC এর মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে
👉 ইন্টারভিউয়ের মাধ্যমে এয়ারপোর্টে বিভিন্ন পদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
👉 জলবিদ্যুৎ দপ্তরে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ
👉 WBPSC ক্লার্কশীপ এবং মিসলেনিয়াস পরীক্ষা কবে হবে?
👉 ৩৭১২ শূন্যপদে SSC এর মাধ্যমে LDC ও DEO পদে নিয়োগের বিজ্ঞপ্তি, নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশে চাকরি