WBPSC ক্লার্কশীপ এবং মিসলেনিয়াস পরীক্ষা কবে হবে?

When will WBPSC Clerkship and Miscellaneous Exam be held?
WhatsApp Group Join Now

পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল ক্লার্কশীপ এবং মিসলেনিয়াস পরীক্ষার সম্ভাব্য তারিখ। 2024 সালের মধ্যেই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বেশ কয়েকটি শূন্যপদে ক্লার্ক সহ বিভিন্ন পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। যদিও কবে নেওয়া হবে এই দুই পরীক্ষা, তা নিয়ে এতদিন ছিল শুধুই জল্পনা। অবশেষে পরীক্ষার দিন ঘোষণা করল কমিশন।

এখনও পর্যন্ত কমিশন সূত্রে জানানো হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের মধ্যে কোনো পরীক্ষা নেওয়া হবে না। মূলত চাকরিপ্রার্থীদের সুবিধার কথা মাথায় রেখে নির্বাচনের মধ্যে ভোটপর্ব মিটলেই আগামী জুলাই এবং অগাস্ট মাসে হতে পারে মিসলেনিয়াসPSC ক্লার্কশিপ পরীক্ষা

কমিশনের তরফে ঠিক করা হয়েছে, আগামী 28 জুলাই মিসলেনিয়াস পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে, 7 থেকে 19 অগাস্ট এর মধ্যে একাধিক ধাপে ক্লার্কশিপ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের।

এই প্রসঙ্গে উল্লেখ্য, 2023-র ডিসেম্বরে ক্লার্কশিপমিসলেনিয়াস সার্ভিসে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কমিশনের তরফে। এই দু’টি পোস্টের জন্যই অনলাইনে আবেদন জানাতে হয়েছিল ইচ্ছুক প্রার্থীদের। ক্লার্কশিপের জন্য মোট আবেদনপত্র জমা পড়েছে 8 লাখ 40 হাজার

এর আগে, রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের তরফে শেষবার ক্লার্কশিপ পরীক্ষা নেওয়া হয়েছিল 2019 সালে। তবে, ওই বছরের তুলনায় এই বছর কয়েক গুণ বেড়েছে চাকরি প্রার্থীর সংখ্যা।

চলতি বছরে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ার জন্যেই এই পরীক্ষাটি বেশ কয়েকটি ধাপে নিতে চাইছেন কমিশনের কর্তারা।

একদিকে, নতুন করে একাধিক নিয়োগ করতে উদ্যোগ নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন, ফলে প্রার্থীরা যেমন খুশি, অন্যদিকে আবার রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সর্বত্রই শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ উঠছে।

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। 9 এপ্রিল, মঙ্গলবার যা নিয়ে একটি তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ঐদিন স্পষ্ট জানিয়ে দেন, বাম আমলে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 400 জনকে চাকরি দিতে হবে। 2024 সালের মার্চ মাস পর্যন্ত এই নিয়োগকে চ্যালেঞ্জ করে যত মামলা হয়েছে, তাঁদের প্রত্যেককে 3 মাসের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 জেলা আদালতে গার্ড ও গার্ডেনার পদে চাকরি, মাসিক বেতন ১৭ হাজার টাকা

👉 AAPC তে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, নূন্যতম অষ্টম শ্রেণী পাশে চাকরি

👉 ISI এ প্রোজেক্ট লিঙ্কড পার্সন নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ

WhatsApp Group Join Now

👉 IACS তে স্পোর্টস অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি

👉 রাজ্যের কলেজে নন-টিচিং স্টাফ পদে নিয়োগ, মাধ্যমিক পাশে চাকরির সুযোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here