রাজ্যের কলেজে নন-টিচিং স্টাফ পদে নিয়োগ, মাধ্যমিক পাশে চাকরির সুযোগ

State College Non-Teaching Staff Recruitment 2024
WhatsApp Group Join Now

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড়ো সুখবর। দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজে নন-টিচিং স্টাফ (গ্রুপ-সি) পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এখানে মোট চার ধরণের শূন্যপদ রয়েছে। অনলাইনে আবেদন জানাতে হবে প্রার্থীদের। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 04/2024

নোটিশ প্রকাশের তারিখ- 16/03/2024

যে পদে নিয়োগ করা হবে

1. লোয়ার ডিভিশন ক্লার্ক

শূন্যপদ- এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- নূন্যতম 50% নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে। সাথে প্রতি মিনিটে 20 টি করে শব্দ টাইপ করতে পারতে হবে।

বয়সসীমা- 40 বছর বয়সী সকল প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন। বয়সের হিসাব করতে হবে 01/01/2024 তারিখের হিসেবে।

বেতনক্রম- মাসিক 22,700 টাকা থেকে 58,500 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

2. লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। সাথে প্রতি মিনিটে 20 টি করে শব্দ টাইপ করতে পারতে হবে।

WhatsApp Group Join Now

বয়সসীমা- 40 বছর বয়সী সকল প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন। বয়সের হিসাব করতে হবে 01/01/2024 তারিখের হিসেবে।

বেতনক্রম- মাসিক 22,700 টাকা থেকে 58,500 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

3. স্টোর অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। সাথে প্রতি মিনিটে 20 টি করে শব্দ টাইপ করতে পারতে হবে।

বয়সসীমা- 40 বছর বয়সী সকল প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন। বয়সের হিসাব করতে হবে 01/01/2024 তারিখের হিসেবে।

বেতনক্রম- মাসিক 22,700 টাকা থেকে 58,500 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

4. ক্যাশিয়ার

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। সাথে প্রতি মিনিটে 20 টি করে শব্দ টাইপ করতে পারতে হবে।

বয়সসীমা- 40 বছর বয়সী সকল প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন। বয়সের হিসাব করতে হবে 01/01/2024 তারিখের হিসেবে।

বেতনক্রম- মাসিক 22,700 টাকা থেকে 58,500 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

একটি লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে এখানে। এর জন্য www.adyapeathpolytechnic.com ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রের ফর্মটি পূরণ করতে হবে নিজেদের সমস্ত তথ্য দিয়ে। তারপর পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করে সবশেষে ফর্মটি জমা করে দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন 21/04/2024 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 SAI তে জুনিয়র কনসালটেন্ট পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ

👉 ৯৬৮ শূন্যপদে SSC এর মাধ্যমে নিয়োগ, ছেলে-মেয়ে উভয়েই আবেদন যোগ্য

👉 ৯১৪৪ শূন্যপদে ভারতীয় রেলে নিয়োগের বিজ্ঞপ্তি! শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 অষ্টম শ্রেণী পাশে জেলা আদালতে গ্রুপ-ডি চাকরি, ১৭ হাজার টাকা মাসিক বেতন

👉 ভারতীয় ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টসে চাকরির বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here