অষ্টম শ্রেণী পাশে জেলা আদালতে গ্রুপ-ডি চাকরি, ১৭ হাজার টাকা মাসিক বেতন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট জাজের অফিসে গ্রুপ-ডি কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কেবলমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করতে হবে। এই নিয়োগটি স্থায়ী ধরণের নিয়োগ। আরও বিস্তারিত জেনে নিন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 2

নোটিশ প্রকাশের তারিখ- 02/04/2024

যে পদে নিয়োগ করা হবে  

1. নাইট গার্ড

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ- 9 টি শূন্যপদ রয়েছে।

2. ডে গার্ড

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

3. গার্ডেনার

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

তিনটি পদের জন্যই প্রার্থীদের অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।

বয়সসীমা

সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

মাসিক 17000 থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের 4 নং পাতা থেকে আবেদনপত্রটি শুরু হয়েছে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে।

ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের দুই কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি হাতে করে অথবা পোস্টের মাধ্যমে দিয়ে আসতে হবে নীচের ঠিকানায়। সাথে দিতে হবে আবেদন মূল্যের একটি ডিমান্ড ড্রাফট।

আবেদন মূল্য

আবেদন মূল্য বাবদ SC ছাড়া বাকি প্রার্থীদের 300 টাকার একটি ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে। SC প্রার্থীদের 100 টাকা জমা দিতে হবে।

আবেদন জমা দেওয়ার ঠিকানা

the District Judge cum District Recruitment Committee of Purba Bardhaman Judgeship, Court Compound, Burdwan, Purba Bardhaman, Pin code 713101

আবেদনের সময়সীমা

04/05/ 2024 তারিখের বিকেল 5 টার মধ্যে এখানে অফলাইনে আবেদন করে ফেলতে হবে প্রার্থীদের।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 CLRI তে প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ

👉 রাজ্যে MSC তে ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন ২৮ হাজার টাকা

👉 সিভিকদের বেতন বাড়ার পর চাকরি নিয়ে আর এক সুখবর, শীঘ্রই এই সুবিধাও তারা পেতে চলেছে

👉 ল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, ২২ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে

👉 প্রাইমারি টেট পরীক্ষায় এত প্রশ্ন ভুল কেন? জানতে চাইলো হাইকোর্ট

Leave a Comment