রাজ্যে MSC তে ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন ২৮ হাজার টাকা

State MSC New Recruitment Notification 2024
WhatsApp Group Join Now

রাজ্য সরকারের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনে (MSC) 56 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুরুষ, মহিলা নির্বিশেষে দেশের যে কোন রাজ্যের ইচ্ছুক ঙঘষপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- HFW-41013(11)/1/2024-WBMSCL SEC-Dept. of H&FW/1546

নোটিশ প্রকাশের তারিখ- 11/03/2024

যে পদে নিয়োগ করা হবে

বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং

শূন্যপদ

এখানে 56 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে B.E/B.Tech করে থাকতে হবে।

বয়সসীমা

সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

নির্বাচিত প্রার্থীকে মাসিক 28,000 টাকা বেতন বাবদ দেওয়া হবে।

WhatsApp Group Join Now

নিয়োগ পদ্ধতি

ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

নিয়োগের সময়সীমা

প্রাথমিক ভাবে 12 মাসের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য নীচের লিঙ্ক থেকে ওয়েবসাইটে গিয়ে ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।

সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য UR, EWS এবং OBC পুরুষদের 100 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। SC /ST /PwD দের কোনও আবেদন মূল্য দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

আজ, অর্থাৎ 15.04.2024 তারিখ, এখানে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, ২২ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে

👉 প্রাইমারি টেট পরীক্ষায় এত প্রশ্ন ভুল কেন? জানতে চাইলো হাইকোর্ট

👉 IIT তে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ, ছেলে-মেয়ে উভয়েই আবেদন যোগ্য

👉 School Summer Vacation 2024: রাজ্যের স্কুলে গরমের ছুটি ঘোষনা, কবে থেকে শুরু হচ্ছে?

👉 প্রাইমারিতে আবার নিয়োগ কবে? প্রশ্নের মুখে যা বললেন পর্ষদ সভাপতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here