সিভিকদের বেতন বাড়ার পর চাকরি নিয়ে আর এক সুখবর, শীঘ্রই এই সুবিধাও তারা পেতে চলেছে

Another good news about the jobs after the increase in the salary of the civics, they are going to get this benefit soon
WhatsApp Group Join Now

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত একটি অন্যতম পদ হল সিভিক ভলেন্টিয়ার্স। এই সিভিকদের জন্য আরও একটি নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে পুলিস ডিরেক্টরেট

এবার থেকে সিভিক ভলান্টিয়াররাও যাতে রাজ্য পুলিশ কর্মীদের ক্যান্টিন থেকে জিনিস কেনাকেটা করতে পারেন, তার জন্য যাবতীয় উদ্যেগ নিতে চাইছে ডিরেক্টরেট। তবে সমস্যা হল, পুলিশ ক্যান্টিনগুলি কেবলমাত্র স্থায়ী পুলিশ কর্মীদের জন্য। এদিক সিভিক পদটি চুক্তি ভিত্তিক, অস্থায়ী ধরণের পদ। তাই স্থায়ী কর্মীদের ব্যবহার যোগ্য ক্যান্টিন কীভাবে অস্থায়ী সিভিকরা ব্যবহার করতে পারেন, তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। যদিও ইতিমধ্যেই এই আইনি জটিলতা কাটাতে নবান্নের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে পুলিশের উপরিমহল।

প্রসঙ্গত উল্লেখ্য, পুলিশের জন্য প্রতিটি জেলায় আলাদা ক্যান্টিন রয়েছে। পুলিশরা বেশ অনেকটা সস্তায় জিনিসপত্র কেনাকাটা করতে পারেন সেখানে। তবে এখনও পর্যন্ত, সিভিকরা পুলিশ ফোর্সের অন্তর্ভুক্ত হলেও সেই ক্যান্টিন ব্যবহারে তাঁদের অনুমতি নেই।

অন্যদিকে আবার সিভিকদের বেতন কম। তাই প্রশাসনিক কর্তারা চাইছেন, এর পর থেকে সিভিকরাও যাতে পুলিশ ক্যান্টিনে কেনাকেটার সুযোগ পান। এর ফলে সিভিকদের পকেটে কিছুটা চাপ কম পড়বে। ইতিমধ্যেই প্রতিটি জেলায় কর্মরত সিভিক ভলান্টিয়ারদের সংখ্যা জেনে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এরপরেই ইস্যু করা হবে ক্যান্টিন কার্ড

আইনি জটিলতা এড়িয়ে ক্যান্টিনে সিভিকদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা কীভাবে করা যায়, সেই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন পুলিশ কর্তারা। খুব দ্রুত এই সমস্যাটি মিটে যাবে বলেই আশাবাদী সংশ্লিষ্ট কর্তারা।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, ২২ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে

👉 প্রাইমারি টেট পরীক্ষায় এত প্রশ্ন ভুল কেন? জানতে চাইলো হাইকোর্ট

👉 IIT তে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ, ছেলে-মেয়ে উভয়েই আবেদন যোগ্য

👉 School Summer Vacation 2024: রাজ্যের স্কুলে গরমের ছুটি ঘোষনা, কবে থেকে শুরু হচ্ছে?

👉 প্রাইমারিতে আবার নিয়োগ কবে? প্রশ্নের মুখে যা বললেন পর্ষদ সভাপতি

WhatsApp Group Join Now
Previous articleল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, ২২ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে
Next articleরাজ্যে MSC তে ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন ২৮ হাজার টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here