ল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, ২২ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে

Lab Assistant including various posts Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইন্ডিয়া গভঃ মিন্টের কলকাতা অফিসে তিন ধরণের পদে কর্মী নিয়োগ হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে রাজ্যের তো বটেই, সাথে দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য এই প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- IGMK/HR (Estt.)/Rect./01/2024

যে পদে নিয়োগ করা হবে

1. ল্যাব অ্যাসিস্ট্যান্ট / Lab Assistant

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়ে ডিপ্লোমা করে থাকতে হবে।

বয়সসীমা- এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 25 বছরের মধ্যে যাদের বয়স, সেই সব প্রার্থীরা আবেদন যোগ্য।

বেতনক্রম- প্রার্থীদেরকে বার্ষিক 18780-67390 টাকা বেতন বাবদ দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

2. এনগ্রেভার / Engraver

শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ব্যাচেলর অফ ফাইন আর্টস ( মেটাল ওয়ার্কস) নিয়ে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে।

বয়সসীমা- এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 28 বছরের মধ্যে যাদের বয়স, সেই সব প্রার্থীরা আবেদন যোগ্য।

বেতনক্রম- প্রার্থীদেরকে বার্ষিক 23910-85570 টাকা বেতন বাবদ দেওয়া হবে।

3. জুনিয়র টেকনিশিয়ান / Jr. Technician (Burnisher)

শূন্যপদ- এখানে 6 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশের সাথে গোল্ডস্মিথ নিয়ে I. T. I ডিগ্রি করে থাকতে হবে।

বয়সসীমা- এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 25 বছরের মধ্যে যাদের বয়স, সেই সব প্রার্থীরা আবেদন যোগ্য।

বেতনক্রম- প্রার্থীদেরকে বার্ষিক 18780-67390 টাকা বেতন বাবদ দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে। সিলেবাস জানার জন্য নীচের অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।

নিয়োগের সময়সীমা

1 বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে https://igmkolkata.spmcil.com ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

SC/ST/PWD প্রার্থীদের জন্য 200 টাকা এবং অন্যান্য প্রার্থীদের জন্য 600 টাকা।

আবেদনের সময়সীমা

এখানে আবেদন করার শেষ দিন 22/04/2024 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 School Summer Vacation 2024: রাজ্যের স্কুলে গরমের ছুটি ঘোষনা, কবে থেকে শুরু হচ্ছে?

👉 প্রাইমারিতে আবার নিয়োগ কবে? প্রশ্নের মুখে যা বললেন পর্ষদ সভাপতি

👉 ADA তে স্টেনোগ্রাফার ও ড্রাইভার পদে চাকরি, ২৫ হাজার ৫০০ টাকা মাসিক বেতন

👉 ৪৯২ শূন্যপদে CLW তে অ্যাপ্রেন্টিস নিয়োগ, নূন্যতম মাধ্যমিক পাশে নিয়োগ

👉 এবার SSC পরীক্ষাতে MCQ সহ ৩০০ নম্বরের সাবজেক্ট পরীক্ষা? আসতে চলেছে বড়ো বদল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here