৪৯২ শূন্যপদে CLW তে অ্যাপ্রেন্টিস নিয়োগ, নূন্যতম মাধ্যমিক পাশে নিয়োগ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (CLW) এ 492 টি পদে কর্মী নিয়োগ করা হবে। নূন্যতম মাধ্যমিক যোগ্যতাতেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- TS/157/AITT (Part)/2024

যে পদে নিযুক্ত হবে

1. ফিটার

শূন্যপদ- মোট 200 টি শূন্যপদ রয়েছে এখানে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

2. ওয়েল্ডার

শূন্যপদ- মোট 88 টি শূন্যপদ রয়েছে এখানে।

3. মেসিনিস্ট

শূন্যপদ- মোট 56 টি শূন্যপদ রয়েছে এখানে।

4. পেন্টার

শূন্যপদ- মোট 12 টি শূন্যপদ রয়েছে এখানে।

5. ইলেকট্রিশিয়ান

শূন্যপদ- মোট 112 টি শূন্যপদ রয়েছে এখানে।

6. এসি এবং রেফ্রিজারেটর মেকানিক

শূন্যপদ- মোট 4 টি শূন্যপদ রয়েছে এখানে।

7. টার্নার

শূন্যপদ- মোট 20 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম 50% নম্বর সহ মাধ্যমিক পাশের সাথে সাথে উপরের যে কোনো একটি ট্রেডে দুই বছরের ITI সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা

24 বছরের কম যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন

এখানে প্রার্থীদের মাসিক বৃত্তি দেওয়া হবে রেলওয়ের নিয়ম অনুযায়ী।

নিয়োগ পদ্ধতি

সংশ্লিষ্ট ITI ট্রেডে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.apprenticeshipindia.org এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করবেন। তারপর আবেদনপত্রটিতে নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদনের সময়সীমা

এখানে আবেদন করার শেষ দিন 05.04.2024. তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 কলকাতা মেট্রো রেলে নিয়োগের বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

👉 ONGC তে জুনিয়র কনসালটেন্ট পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

👉 DA তো আগেই বেড়েছে, এবার বোনাসের টাকাও বাড়লো, কত টাকা পাবে সরকারি কর্মীরা?

👉 SSC এর মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি! নিয়োগ পদ্ধতি ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 ১৩৭৭ শূন্যপদে কেন্দ্রীয় সরকারি স্কুলে নন-টিচিং স্টাফ পদে চাকরি, ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে

Leave a Comment