এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির (ADA) তরফে দুটি পদে কর্মী নিয়োগ হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের তো বটেই, সাথে দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য এই প্রতিবেদনটি পড়ুন।
নোটিশের বিস্তারিত তথ্য
নোটিশ নং- ADV-124:2024
নোটিশ প্রকাশের তারিখ- 28/02/2024
যে পদে নিয়োগ করা হবে
1. স্টেনোগ্রাফার / Stenographer
মোট শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। সাথে জুনিয়র ইংলিশ টাইপরাইটিং এক্সাম পাশ করে থাকতে হবে। সাথে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতন- মাসিক 25,500-81,100 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
2. ড্রাইভার / Driver
শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
যোগ্যতা- নূন্যতম ক্লাস এইট পাশ করে থাকতে হবে। সাথে হেভি ভেইকেল লাইসেন্স থাকতে হবে। পাশাপাশি পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাও প্রয়োজন।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বোচ্চ 30 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- পে লেভেল 1 অনুসারে মাসিক 18000-56900 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
স্কিল অথবা ট্রেড টেস্টের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে https://www.ada.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে। এর পরে, ফিলাপ করা আবেদনপত্রের ফর্মটি পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
Sr.Admin Officer Gr-II, Aeronautical Development Agency,
Vibhuthipura, Marathahalli Post, Bengaluru – 560037.
আবেদনের সময়সীমা
এখানে আবেদন করার শেষ দিন 06/04/2024 তারিখ।
অফলাইনে আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন 20/04/2024 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 কলকাতা মেট্রো রেলে নিয়োগের বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি
👉 ONGC তে জুনিয়র কনসালটেন্ট পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ
👉 DA তো আগেই বেড়েছে, এবার বোনাসের টাকাও বাড়লো, কত টাকা পাবে সরকারি কর্মীরা?
👉 SSC এর মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি! নিয়োগ পদ্ধতি ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 ১৩৭৭ শূন্যপদে কেন্দ্রীয় সরকারি স্কুলে নন-টিচিং স্টাফ পদে চাকরি, ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে