রাজ্যের একমাত্র IIT খড়গপুরের অ্যাগ্রো বিজনেস ইনকিউবেশন ফাউন্ডেশনে একটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পুরুষ, মহিলা নির্বিশেষে দেশের যে কোন রাজ্যের ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- R/2024/02
নোটিশ প্রকাশের তারিখ- 28/03/2024
যে পদে নিয়োগ করা হবে
TBI ম্যানেজার
শূন্যপদ
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে MBA/M.TECH / M.Sc করার সাথে সাথে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে।
বয়সসীমা
সর্বোচ্চ 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন
নির্বাচিত প্রার্থীকে মাসিক 60,000 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিয়োগের সময়সীমা
প্রাথমিক ভাবে 12 মাসের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের 3 নং পাতা থেকে আবেদনপত্রটি শুরু হয়েছে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে।
ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের দুই কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি হাতে করে অথবা পোস্টের মাধ্যমে দিয়ে আসতে হবে নীচের ঠিকানায়। সাথে দিতে হবে আবেদন মূল্যের একটি ডিমান্ড ড্রাফট।
আবেদন মূল্য
আবেদন মূল্য বাবদ প্রার্থীদের 500 টাকার একটি ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
Chief Executive Officer, ABIF IIT Kharagpur, IIT Kharagpur Campus, Kharagpur, Paschim Medinipur, West Bengal-721302
আবেদনের সময়সীমা
26/04/ 2024 তারিখের মধ্যে এখানে অফলাইনে আবেদন করে ফেলতে হবে প্রার্থীদের।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 School Summer Vacation 2024: রাজ্যের স্কুলে গরমের ছুটি ঘোষনা, কবে থেকে শুরু হচ্ছে?
👉 প্রাইমারিতে আবার নিয়োগ কবে? প্রশ্নের মুখে যা বললেন পর্ষদ সভাপতি
👉 ADA তে স্টেনোগ্রাফার ও ড্রাইভার পদে চাকরি, ২৫ হাজার ৫০০ টাকা মাসিক বেতন
👉 ৪৯২ শূন্যপদে CLW তে অ্যাপ্রেন্টিস নিয়োগ, নূন্যতম মাধ্যমিক পাশে নিয়োগ
👉 এবার SSC পরীক্ষাতে MCQ সহ ৩০০ নম্বরের সাবজেক্ট পরীক্ষা? আসতে চলেছে বড়ো বদল