ওয়েবকুপার সম্মেলন উপলক্ষ্যে মালদার এক অনুষ্ঠানে এসেও টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ক্ষোভের মুখে পড়তে হল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে। 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এমন বেশ কয়েক জন তরুণ-তরুণী রীতিমতো ঘিরে ধরেন গৌতমকে।
পরীক্ষার পরে প্রায় দেড় বছর কেটে গেলেও এখনও কেন ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি হল না, সেই প্রশ্ন তোলেন যুবক যুবতীরা। তাঁদের উদ্দেশ্যে অবশ্য পর্ষদ সভাপতি সাফ জানিয়ে জানান, নিয়োগ নিয়ে কোনও তাড়াহুড়ো নয়।
ঘটনাটি মালদা জেলার। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পালকে সামনে পেয়েই টেট পাশ চাকরি প্রার্থীরা প্রশ্ন করে বসেন নিয়োগ নিয়ে। 2022 সালের প্রাথমিক টেট পাস ডি এল এড ঐক্যমঞ্চের যুবক যুবতীদের সমবেত ভাবে একটাই প্রশ্ন ওঠে প্রশ্ন ‘স্যার নিয়োগ কবে হবে?’
তবে শুধু একটি মাত্র প্রশ্ন নয়, ঐদিন গৌতমের উদ্দেশ্যে তুলে ধরা হয় একাধিক প্রশ্ন। যেমন, 2022 সালের নিয়োগ কী আদৌ হবে? 2022-এর সঙ্গে 2023 -এর নতুন নিয়োগ একসঙ্গে হবে না আলাদা হবে? এবছরের মধ্যে কি নিয়োগ হতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তরও দেন তিনি। প্রত্যেকের সঙ্গে কথাও বললেন আলাদা করে।
পর্ষদ সভাপতি গৌতমবাবুর উদ্দেশ্যে কেউ হাত জোড় করছেন, কেউ প্রণাম করছেন, কাউকে আবার কাকুতিমিনতি করতেও দেখা গেল। গৌতম পাল তখন চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনায় মত্ত। তিনি নানাভাবে চাকরি প্রার্থীদের বোঝানোর জন্য বলেন, “তাড়াহুড়ো করে কিছু করা যাবে না। এটা একটা প্রক্রিয়া। যদি সুপ্রিম কোর্ট কোনও কারণে স্থগিতাদেশ দিয়ে দেয়, তা হলে চাকরিপ্রার্থীরাই অসুবিধায় পড়ে যাবেন। তিনি বলেন, ‘‘আপনাদের মেধা আছে। তাই পরীক্ষায় পাশ করেছেন। একটু অপেক্ষা করুন। নিয়মমাফিক সব করা হবে। আমরা এমন কিছু করবেন না, যাতে আপনারাই বিপদে পড়ে যান।’’
এছাড়াও গৌতম পালের সংযোজন, ‘আমি রাতে শুতে গেলে তোমাদের ওই মুখগুলো ভেসে ওঠে। আমি চাই তোমাদের ভালো হোক।’ এর পরেই, মাথায় হাত দিয়ে সকলকে আশীবার্দ করে এবং শুভেচ্ছা বার্তা দিয়ে ওই স্থান থেকে বেরিয়ে গেলেন তিনি।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ADA তে স্টেনোগ্রাফার ও ড্রাইভার পদে চাকরি, ২৫ হাজার ৫০০ টাকা মাসিক বেতন
👉 ৪৯২ শূন্যপদে CLW তে অ্যাপ্রেন্টিস নিয়োগ, নূন্যতম মাধ্যমিক পাশে নিয়োগ
👉 এবার SSC পরীক্ষাতে MCQ সহ ৩০০ নম্বরের সাবজেক্ট পরীক্ষা? আসতে চলেছে বড়ো বদল
👉 কলকাতা মেট্রো রেলে নিয়োগের বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি
👉 ONGC তে জুনিয়র কনসালটেন্ট পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ