সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট (CLRI), চেন্নাইতে প্রোজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। এখানে দেশের সকল যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন। এখানকার নিয়োগটি চুক্তি ভিত্তিক ধরণের হবে। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ প্রকাশের তারিখ- 03/04/2024
যে পদে নিয়োগ করা হবে
1. প্রোজেক্ট অ্যাসোসিয়েট / Project Associates
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের Chemistry/Biochemistry/ Biotechnology তে M. Sc ডিগ্রি করে থাকতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের।
বেতন- মাসিক 31,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
2. প্রোজেক্ট অ্যাসোসিয়েট / Project Associates
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের Leather Technology তে BTech / BE ডিগ্রি করে থাকতে হবে।
পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের।
বেতন- মাসিক 25,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
বয়সসীমা
35 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন। তবে SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের অতিরিক্ত বয়সের ছাড় দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আলাদা করে আবেদন করতে হবে না। নীচের লিঙ্ক থেকে আবেদনপত্র ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। সেটি প্রিন্ট করিয়ে যথাযথভাবে পূরণ করে ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে। সাথে নিতে হবে নিজের যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র।
ইন্টারভিউয়ের স্থান
CSIR-CLRI Regional Centre, 3/10, Mathewartola Road, Tangra, Kolkata, West Bengal 700046
ইন্টারভিউয়ের তারিখ
ইন্টারভিউয়ের জন্য 16.04.2024 তারিখের সকাল 10.30 টায় প্রার্থীদের রিপোর্ট করতে হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, ২২ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে
👉 প্রাইমারি টেট পরীক্ষায় এত প্রশ্ন ভুল কেন? জানতে চাইলো হাইকোর্ট
👉 IIT তে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ, ছেলে-মেয়ে উভয়েই আবেদন যোগ্য
👉 School Summer Vacation 2024: রাজ্যের স্কুলে গরমের ছুটি ঘোষনা, কবে থেকে শুরু হচ্ছে?
👉 প্রাইমারিতে আবার নিয়োগ কবে? প্রশ্নের মুখে যা বললেন পর্ষদ সভাপতি