কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা NHPC তে ইঞ্জিনিয়ার সহ আরও বেশ কিছু ধরণের পোস্টে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রণালী, অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও আবেদন পত্রর ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 2024/385
নোটিশ প্রকাশ- 29.03.2024
যে সব পদে নিয়োগ করা হবে
জুনিয়র ইঞ্জিনিয়ার / Junior Engineer
1. Civil
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
2. Electrical
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
3. Mechanical
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
4. IT/Computer Science
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
5. Civil
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
6. Electrical
শূন্যপদ- এখানে 6 টি শূন্যপদ রয়েছে।
7. Mechanical
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
8. Computer Science
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
বয়সসীমা
প্রতিটি পদের ক্ষেত্রেই সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 30 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।
বেতনক্রম
পদ অনুয়ায়ী আলাদা বৃত্তি দেওয়া হবে। গ্র্যাজুয়েশন পদের জন্য 9,000 টাকা থেকে ডিপ্লোমা পদের জন্য 8,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের www.nats.education.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের ‘Careers With Us’ অপশনে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করে ফর্মটি সাবমিট করতে হবে। সবশেষে ফর্মের প্রিন্ট আউট নিয়ে সেটি পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।
আবেদন পাঠাবার ঠিকানা
Senior Manager (HR),
Baira Siul Power Station (NHPC Ltd.),
Surangani, Tehsil-Salooni,
Dist.-Chamba-176317 (Himachal Pradesh)
আবেদনের সময়সীমা
এখানে আবেদন শেষ হবে 14/04/2024 তারিখের রাত 11.55 তে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 জেলা আদালতে গার্ড ও গার্ডেনার পদে চাকরি, মাসিক বেতন ১৭ হাজার টাকা
👉 AAPC তে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, নূন্যতম অষ্টম শ্রেণী পাশে চাকরি
👉 ISI এ প্রোজেক্ট লিঙ্কড পার্সন নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ
👉 IACS তে স্পোর্টস অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি
👉 রাজ্যের কলেজে নন-টিচিং স্টাফ পদে নিয়োগ, মাধ্যমিক পাশে চাকরির সুযোগ