AI এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের তরফে পুনে এয়ারপোর্টে তিন ধরণের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানের নিয়োগটি চুক্তি ভিত্তিক হবে। কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- AIASL/HRD-SR/MAA/23-09/02
নোটিশ প্রকাশের তারিখ- 29.09.2023
যে পদে নিয়োগ করা হবে
1. হ্যান্ডিম্যান এবং হ্যান্ডিওমেন
শূন্যপদ- মোট 149 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের,
1) মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
2) আঞ্চলিক ভাষা এবং ইংরেজিতে দক্ষতা থাকতে হবে হবে।
বয়সসীমা- 28 বছর বয়স অবধি যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন- মাসিক 22,530 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের। সাথে নানান ভাতা এবং জয়েনিং বোনাস দেওয়া হবে।
2. ইউটিলিটি এজেন্ট
শূন্যপদ- এখানে 17 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের,
1) হেভি মোটর ভেইকেল লাইসেন্স থাকতে হবে।
2) মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়সসীমা- 28 বছর বয়স অবধি যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন- মাসিক 24,960 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের। সাথে নানান ভাতা এবং জয়েনিং বোনাস দেওয়া হবে।
3. জুনিয়র অফিসার – টেকনিক্যাল
শূন্যপদ- কোচিন এয়ারপোর্টে মোট 7 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের,
1) হেভি মোটর ভেইকেল লাইসেন্স থাকতে হবে।
2) Mechanical/ Automobile / Production / Electrical / Electrical & Electronics / Electronics and Communication Engineering এ B. Tech করে থাকতে হবে।
বয়সসীমা- 28 বছর বয়স অবধি যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন- মাসিক 29,760 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের। সাথে নানান ভাতা এবং জয়েনিং বোনাস দেওয়া হবে।
এছাড়াও এখানে রয়েছে ডেপুটি টার্মিনাল ম্যানেজার, ডিউটি অফিসার সহ আরও দুটি পোস্ট। বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
নিয়োগ পদ্ধতি
ফিজিক্যাল টেস্ট এবং ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীকে নিয়োগ করা হবে।
নিয়োগের সময়সীমা
3 বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানের পদটির জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। এই প্রতিবেদনের নীচে থাকা লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন। নোটিশের 8 নং পাতায় থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিন।
এরপর ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্রটি নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে, সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়াক ইন টেস্ট দিতে যেতে হবে। সাথে 500 টাকা মূল্যের একটি ডিমান্ড ড্রাফটও দিতে হবে প্রার্থীদের।
ইন্টারভিউয়ের দিন এবং সময়
1 নং পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে 19/04/2024 এবং 20/04/2024 তারিখের, সকাল 09.00 থেকে। তবে, এখানে ইন্টারভিউ শুরু হচ্ছে 15/04/2024 তারিখের, সকাল 09.00 থেকে।
ইন্টারভিউ স্থানের ঠিকানা
Pune International School
Survey no. 33, Lane Number
14, Tingre Nagar, Pune, Maharashtra -411032
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 জলবিদ্যুৎ দপ্তরে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ
👉 WBPSC ক্লার্কশীপ এবং মিসলেনিয়াস পরীক্ষা কবে হবে?
👉 ৩৭১২ শূন্যপদে SSC এর মাধ্যমে LDC ও DEO পদে নিয়োগের বিজ্ঞপ্তি, নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশে চাকরি
👉 জেলা আদালতে গার্ড ও গার্ডেনার পদে চাকরি, মাসিক বেতন ১৭ হাজার টাকা
👉 AAPC তে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, নূন্যতম অষ্টম শ্রেণী পাশে চাকরি